বিজেপির মিছিল ঘিরে হাজরা মোড়ে উত্তেজনা, ধস্তাধস্তিতে শাড়ি ছিঁড়ল লকেটের
Last Updated:
রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে আচমকা বাতিল হয়ে গেল বিজেপির চারটি প্রতিবাদ মিছিল ৷ তার বদলে হাজরা মোড়ে জমায়েত সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷
#কলকাতা: রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে আচমকা বাতিল হয়ে গেল বিজেপির চারটি প্রতিবাদ মিছিল ৷ তার বদলে হাজরা মোড়ে জমায়েত সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷
কাকদ্বীপ হামলার প্রতিবাদে হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে বিজেপি মিছিল এগোতে চাইলে বাধা দেয় পুলিশ ৷ ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের ৷ ধস্তাধস্তিতে শাড়ি ছিঁড়ে যায় লকেটের ৷ লকেট ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রাহুল সিনহা ও দিলীপ ঘোষ ৷ বাধা পেয়ে হাজরা মোড়ে জমায়েত করে বিজেপি ৷
advertisement
রবিবার কাকদ্বীপে রূপা গঙ্গোপাধ্যায় ও সহযোগী বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে এদিন রাসবিহারি, হাজরা ল কলেজ, চেতলা, আশুতোষ কলেজ, কলকাতার এই চারটি জায়গা থেকে মিছিল করে হাজরা মোড়ে আসার কথা ছিল বিজেপি কর্মী সমর্থকদের ৷ কিন্তু রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব তা আচমকাই বাতিল করে দেন ৷ মিছিল বাতিলের সিদ্ধান্তে হতাশ কর্মী-সমর্থকরা ৷ তবে কেন আচমকা মিছিল বাতিল করা হলে সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব ৷
advertisement
advertisement
রবিবার কাকদ্বীপে আক্রান্ত হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷নির্বাচনের ফল বেরনোর পর গন্ডগোল হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আক্রান্ত হন এক মহিলা বিজেপি কর্মী। তাঁকে দেখতে রবিবার কাকদ্বীপের সূর্যনগরে যাচ্ছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।
advertisement
সূর্যনগরে ঢুকলে উত্তেজনা ছড়াতে পারে, এই আশঙ্কা করে গন্তব্যের কিছুটা আগে ঈশ্বরীপুরে থামেন রূপা। নির্বিঘ্নে গ্রামে ঢোকার জন্য ফোন করে পুলিশের সহায়তা চান। অভিযোগ, সেখানেই রূপা ও তাঁর সঙ্গীদের উপর হামলা করে তৃণমূল। বেধড়ক মারধর করা হয় রূপার সহযোগী সংঘমিত্রা চৌধুরী, বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস ও বাকি কর্মীদের ৷ ভাঙচুর করা হয় রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়ি।
advertisement
ইটের ঘায়ে জখম হন কয়েকজন। আহত হন নেত্রী নিজেও ৷ রূপার কোমরে গুরুতর চোট লাগে ৷ প্রাথমিক চিকিৎসা হয় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে। কাকদ্বীপের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি ৷ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব দাবি করে, এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।
পুলিশ সূত্রের খবর, বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা আপত্তিকর কথা বলেছিলেন। তার জেরেই উত্তেজনা ছড়ায়। ঈশ্বরীপুরেও সোমবার প্রতিবাদ মিছিল করবে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2016 3:35 PM IST