বোর্ডকে লোধার মেল, সিএবি-তে জল্পনা

Last Updated:

লোধা কমিশনের সচিবের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারেন সিএবি-র আইনি উপদেষ্টা।

#মুম্বই:  সংবিধান সংস্কার নিয়ে বোর্ডকে নতুন চিঠি লোধার। ৯ অগাস্ট বৈঠকে ডাক অনুরাগ-শিরকেদের। স্থগিতের মুখে বোর্ডের সেপ্টেম্বরের বার্ষিক সভা। এদিকে লোধা কমিশনের সচিবের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারেন সিএবি-র আইনি উপদেষ্টা।
সংবিধান সংস্কার নিয়ে বোর্ডকে নতুন করে চিঠি দিয়েছে লোধা কমিশন। বৃহস্পতিবার রাতে পাঠানো ই-মেলে শুধু প্রেসিডেন্ট অনুরাগ এবং সচিব অজয় শিরকেকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৯ অগাস্ট দিল্লিতে হতে পারে বৈঠক। বোর্ডকে লোধা কমিশন জানিয়েছে, সংবিধান সংস্কারের খসড়া তৈরি করতে অন্তত ২ মাস সময় লাগবে। তার আগে কোনও নির্বাচনী প্রক্রিয়াই বৈধ নয়। ফলে সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সভা হওয়া নিয়ে আপাতত জোরাল অনিশ্চয়তা। এদিকে সংবিধান সংস্কার নিয়ে খুব দ্রুত বিশেষ সাধারণ সভা ডাকতে পারে বিসিসিআই।
advertisement
বোর্ডকে লোধার ই-মেল
advertisement
-----------------------
- সংবিধান সংস্কার নিয়ে বোর্ডকে চিঠি লোধা কমিশনের
- ই-মেলে নির্দেশিকা বিসিসিআই-কে
- বৈঠকে ডাক প্রেসিডেন্ট অনুরাগ এবং সচিব অজয় শিরকেকে
- দুই বোর্ডকর্তাকে সশরীরে হাজিরার নির্দেশ
- ৯ অগাস্ট নয়াদিল্লিতে হতে পারে বৈঠক
advertisement
- সংবিধান সংস্কারের খসড়া তৈরিতে লাগতে পারে ২ মাস- তার আগে বৈধ নয় কোনও নির্বাচনী প্রক্রিয়া
- স্থগিত হওয়ার পথে সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সভা - দ্রুত বিশেষ সাধারণ সভা ডাকতে পারে বিসিসিআই
সূত্রের খবর, লোধা কমিশনের সচিব গোপাল শঙ্কর নারায়ণের সঙ্গে আলাদা বৈঠক করবেন ঊষানাথ বন্দ‍্যোপাধ্যায়। সিএবি-র নিজস্ব সংবিধান সংস্কার নিয়েও আইনি পরামর্শদাতাদের বিশেষ সেল তৈরির ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সৌরভ। এই সেলে ঊষানাথের সঙ্গেই থাকতে পারেন একাধিক আইনজীবী। শোনা যাচ্ছে, বোর্ডের পাশাপাশি সব রাজ্য সংস্থার সঙ্গেও লোধা কমিশন পৃথকভাবে বৈঠক করতে পারে।
advertisement
এদিকে লোধা কমিশনের তরফে বোর্ডকে জানানো হয়েছে, রাজ্য সংস্থায় যেসব পদাধিকারী ৯ বছর ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন বা এক পদে ৩ বছর ধরে রয়েছেন তাঁদের পদ ছাড়তে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তাঁরা কেউই নির্বাচনে লড়তে পারবেন না। ইতিমধ্যেই ৩১ জুলাইয়ের নির্বাচন বাতিল বলে ঘোষণা করেছে সিএবি। সদস্য ইউনিটগুলিকে সভা বাতিলের নোটিস পাঠিয়ে বিশেষ কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে সোমবার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বোর্ডকে লোধার মেল, সিএবি-তে জল্পনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement