ক্যানসারকে জয় করে মাইক্রোফোন হাতে ফেরার অপেক্ষায় অরুণ লাল

টি২০ বিশ্বকাপ বা চলতি আইপিএল-৯-এ আপনারা সবাই হয়তো ভেবেছেন কমেন্টেটর অরুণ লালকে দেখা যাচ্ছে না কেন ? তিনিও কি তাহলে হর্ষ ভোগলের মতো এখন বোর্ডের ধারাভাষ্যকারদের তালিকায় ব্রাত্য ? উত্তরটা পাওয়া গেল কিছুদিনেই ৷ চোয়াল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  টি২০ বিশ্বকাপ বা চলতি আইপিএল-৯-এ আপনারা সবাই হয়তো ভেবেছেন কমেন্টেটর অরুণ লালকে দেখা যাচ্ছে না কেন ? তিনিও কি তাহলে হর্ষ ভোগলের মতো এখন বোর্ডের ধারাভাষ্যকারদের তালিকায় ব্রাত্য ? উত্তরটা পাওয়া গেল কিছুদিনেই ৷ চোয়াল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ চলতি বছর জানুয়ারিতেই ক্যানসার ধরা পড়ে তাঁর ৷ চোয়ালে ক্যানসার যথেষ্ট বিপজ্জনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে চোয়াল প্রতিস্থাপণের জন্য প্রায় ১৪ ঘণ্টার একটি সফল অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানিয়েছেন, অরুণ লাল এখন অনেকটাই সুস্থ রয়েছেন ৷ খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে সেরে উঠবেন তিনি ৷

    ভারতের হয়ে ১৬টি টেস্ট এবং ১৩টি একদিনের ম্যাচ খেলেছেন অরুণ লাল ৷ এছাড়া ৫১ বছর পর বাংলাকে তিনি রঞ্জি চ্যাম্পিয়ন করেন ৷ ঘরোয়া ক্রিকেটে সাড়ে ছ’হাজারের মতো রান রয়েছে তাঁর ৷ টেস্ট ক্রিকেটে অবশ্য ১৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৭২৯ রান ৷ ৪৫ বছরে খেলা ছেড়ে দেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবেই তিনি বেশি খ্যাতি পেয়েছেন ৷দূরারোগ্য রোগের বিরুদ্ধে এই লড়াইয়ে অরুণকে মানসিক ভাবে চাঙ্গা রেখে যাচ্ছেন তাঁর প্রাক্তন সতীর্থ ও বন্ধুরাও। ক্যানসারজয়ী যুবরাজ সিংহ বলেছেন, ‘‘আমি জানি এই সময় মনের অবস্থা কী রকম হয়। আমি এই সময়টা পেরিয়ে এসেছি। কারও কষ্ট কিছুটা ভাগ করে তাঁকে সেরে উঠতে সাহায্য করার থেকে ভাল কিছু হয় না।’’ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট, ‘‘পিগি আমরা তোমায় ভালবাসি...তুমি আবার উঠে দাঁড়াবে, আবার ক্রিকেটে তোমার কথা শোনা যাবে..তুমি ঈশ্বরের সন্তান।’’

    First published:

    Tags: Arun Lal, Bengal Cricketer, Cancer, Commentator, Ex-Cricketer, Treatment, অরুণ লাল