সিই ব্লকে ডাকাতির পর আতঙ্কে সল্টলেকবাসী
Last Updated:
নাগরিকদের সুরক্ষায় আগের থেকে বেড়েছে পুলিশি টহলদারি। তুলনায় অনেকটাই কমেছে বড় মাপের চুরি-ডাকাতির ঘটনা।
#কলকাতা: নাগরিকদের সুরক্ষায় আগের থেকে বেড়েছে পুলিশি টহলদারি। তুলনায় অনেকটাই কমেছে বড় মাপের চুরি-ডাকাতির ঘটনা। তবে শুক্রবার ভর সন্ধেয় সল্টলেকের সিই ব্লকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমত আতঙ্কে সল্টলেকের বাসিন্দারা। প্রতিবেশীদের মধ্যে নিবিড় যোগাযোগ না থাকার কারণও দায়ী করেছেন কেউ কেউ।
২০১২-র ১৮ জানুয়ারি বিধাননগর পুলিশ কমিশনারেট তৈরির পর এলাকায় বড় ধরনের চুরি-ডাকাতির ঘটনা তেমন ঘটেনি। শুক্রবার সিই ব্লকের চক্রবর্তী পরিবারে যেভাবে বাড়ির সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে, সাম্প্রতিকালে তা নজিরবিহীন।
সল্টলেকে এযাবৎ বড় ডাকাতির ঘটনা,
advertisement
অক্টোবর ২০১০ - এফবি ব্লকে বাড়ির গ্রিল ভেঙে লুঠ
(ওই বছরই)২০১০ - সিএফ ব্লকে চুরির ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের লক্ষ করেই গুলি ছোড়ে দুষ্কৃতীরা
advertisement
এপ্রিল ২০১২ - (শুক্রবারের মতো একইভাবে) এডি ব্লকে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ডাকাতি
পুলিশি টহলদারি বাড়ানোয় অনেকটাই স্বস্তি বোধ করছেন স্থানীয়রা। তবে শুক্রবারের ঘটনার পর ফের রীতিমতো আতঙ্কে অভিজাত সল্টলেকের বাসিন্দারা। রাতে রাস্তায় বেরোনো নিরাপদ মনে করেন না অনেকে। পুলিশি নজরদারি সত্ত্বেও পর পর শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনাতেও ভয় জেগেছে স্থানীয়দের মনে ৷
advertisement
প্রতিবেশীদের মধ্যে তেমন নিবিড় যোগাযোগ থাকে না সল্টলেকে। ফলে বিপদে পড়লেও পাশে পাওয়া যায় না অন্যকে। এই সুযোগেরই সদব্যবহার করে চোরেরা ৷ পুলিশি নিরাপত্তা বাড়লেও শুক্রবারের ঘটনার পর এই চিরাচরিত অভিযোগও তুলে ধরেছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2016 10:51 AM IST