আবেশের ২ বন্ধুকে লালবাজারে জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ স্বয়ং পুলিশ কমিশনারের

Last Updated:

সানি পার্ককাণ্ডের তদন্তে আজও আবেশের দুই বন্ধুকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ।

#কলকাতা: সানি পার্ককাণ্ডের তদন্তে আজও আবেশের দুই বন্ধুকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করেন স্বয়ং পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার দিনভর আবেশের সঙ্গেই ছিল এই দুই কিশোর। লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয় আবাসন কর্তৃপক্ষের দুই সদস্যকেও। আজ সানি পার্কে গিয়ে দীর্ঘক্ষণ তদন্ত করেন হোমিসাইড বিভাগের আধিকারিকরা। কথা বলেন নিরাপত্তারক্ষী ও কেয়ারটেকারদের সঙ্গে।
বন্ধুদের সূত্র ধরেই আবেশ দাশগুপ্তের মৃত্যু রহস্যের কিনারা করতে চায় কলকাতা পুলিশ। তাই মঙ্গলবারের পর বুধবারও মৃত কিশোরের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। এদিন লালবাজারে আবেশের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেন স্বয়ং পুলিশ কমিশনার রাজীব কুমার। ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গও।
২ কিশোরের মধ্যে একজন আবেশের ঘনিষ্ঠ বন্ধু ৷ এই বন্ধুই শনিবার রাতে হায়াতে পার্টির জন্য সবাইকে আমন্ত্রণ জানায় ৷
advertisement
advertisement
ঘটনার আগের দিনও আবেশের সঙ্গে ছিল সে ৷ অমিত চৌধুরীর মেয়ের জন্মদিনের সারপ্রাইজ পার্টি সম্পর্কেও জানত ৷ আবেশদের হোয়াটস অ্যাপ গ্রুপ 'পান্ডা ১০০'-এর অ্যাডমিন ছিল এই কিশোরই৷ আবেশের আরেক বন্ধু সম্পর্কে অনেক তথ্য দিয়েছে সে৷ দ্বিতীয় কিশোরও সেদিন সানি পার্কের পার্টিতে ছিল ৷ এদিন সানি পার্ক আবাসন কর্তৃপক্ষের দুই সদস্যকেও লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার দিন কীভাবে আবাসনের বেসমেন্টে মদের আসর বসেছিল? একজন কিশোরের মৃত্যু হলেও কেন কেউ কোনও আওয়াজ পেল না? ঘটনার পর নিরাপত্তারক্ষীরা তাঁদের কী জানিয়েছিলেন?
advertisement
প্রতিটি বিষয়ে তাঁদের থেকে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা। এদিন সানি পার্কে গিয়েও দীর্ঘক্ষণ তদন্ত করেন হোমিসাইড বিভাগের আধিকারিকরা। কথা বলেন নিরাপত্তারক্ষী ও পার্কিং-জোনের ডিউটিতে থাকা কর্মীদের সঙ্গে। ঘটনার দিনের ডিউটি তালিকা ধরেও জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যেককে। প্রত্যেকেরই বয়ান রেকর্ড করেছেন হোমিসাইড বিভাগের আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবেশের ২ বন্ধুকে লালবাজারে জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ স্বয়ং পুলিশ কমিশনারের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement