কলকাতায় করোনা আক্রান্ত ১, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪০

Last Updated:

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ ৷

#কলকাতা: প্রথম করোনা ভাইরাস আক্রন্তের খোঁজ পাওয়া গেল৷ মঙ্গলবার রাতেই জানানো হয় যে ওই যুবকের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে৷ তাকে ভর্তি রাখা হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ এরপরই তার মা-বাবা এবং গাড়ির চালককে পাঠানো হয় আইসোলেশনে৷ করোনার প্রকোপ ঠেকাতে রাজ্যে প্রায় ১২হাজার মানুষ এখন রয়েছেন হোম আইসোলেশনে৷
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৪০৷ এছাড়া দেশজুড়েও করোনা সংক্রমণ সন্দেহে ইতিমধ্যেই ৫৭০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। কেন্দ্রের প্রতিটি মন্ত্রকে থার্মাল স্ক্যানার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবেশের সময়েই যাতে প্রাথমিক পরীক্ষা করা যেতে পারে। ইতালি থেকে ভারতে ফেরা ১২৮ জনের মধ্যে দু’জনের শরীরে মিলেছে COVID-19-র জীবাণু। করোনা সংক্রমণে ভারত এখন দ্বিতীয় ধাপে ৷ তৃতীয় ধাপে যাতে না পৌঁছয় ৷ সেটা রোখাটাই এখন লক্ষ্য ৷ হাতে রয়েছে আর মাত্র এক মাস। গুনে গুনে তিরিশ দিন। এর মধ্যেই যা করার করতে হবে।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ ৷ চতুর্থ বা পঞ্চম সপ্তাহেই ভয়াবহ ভাবে এই ভাইরাস সংক্রমণের নজির রয়েছে। ভারতে যাতে তা না হয় সেই লক্ষ্যেই দেশজুড়ে চরম সতর্কতা। ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ৷ অর্থাৎ চিন, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে যাঁরা সংক্রমিত হয়ে ফিরেছেন তাঁদের থেকে এ দেশে সংক্রমণ ছড়িয়েছে ভারতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়ালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি ৷ কিন্তু সংক্রমণের হার যাতে এখানেই আটকানো যায় তার জন্য ব্যাপক সতর্কতা জরুরি ৷ বিশেষজ্ঞরা যাকে বলেন ‘ফ্ল্যাটনিং দ্য কার্ভ’।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় করোনা আক্রান্ত ১, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement