#কলকাতা: ‘সবার সামনে নয়, টয়লেটে গিয়েই সন্তানকে স্তন্যপান করাতে হবে !’ সাউথ সিটি মলে সম্প্রতি এরকমই নিদান শুনতে হল এক মহিলাকে ৷ মহিলার হাজার অনুরোধে পরেও, কর্তৃপক্ষেরা রইল মন্তব্যে অনড় , ‘পাবলিক প্লেসে নয়, ওয়াশরুমেই আপনাকে স্তন্যপান করাতে হবে!’ এমনকী, এখানেই থামেনি মল কর্তৃপক্ষ ৷ ফেসবুকে স্তন্যপান নিয়ে মহিলাকে আপত্তিজনক ভাষায় আক্রমণও করে মলের জনসংযোগ বিভাগ৷ পরে চাপে পড়ে পোস্টটি ডিলিট করে কর্তৃপক্ষ ৷
ফেসবুকে সাউথ সিটি মলের পক্ষ থেকে জানানো হয়, ‘ব্যাপারটা অদ্ভুত ! এটা কোনও ইস্যুই নয় ৷ নিরাপত্তার কারণেই শপিং মলের ফ্লোরে স্তন্যপানে অনুমতি দেওয়া হয় না ৷ তবুও এমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময়ই ছাড় দেওয়া হয় ৷ আমরা এই জায়গাটা শপিংয়ের কথা মাথায় রেখেই তৈরি করেছি ৷ তাই বাড়ির কাজ বাড়িতেই করুন.... ’
সাউথ সিটির এই ধরণের মন্তব্যের পরেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় ওঠে ৷ সাউথ সিটি মলের ফেসবুক পেজে গোটা ঘটনার তীব্র নিন্দা শুরু করে নেটিজেনরা ৷ বিশেষ করে শহরের মহিলারা গোটা ঘটনাকে ‘অপ্রীতিকর’ বলে মন্তব্য করেন ৷ এবং সাউথ সিটি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন !
সোশ্যাল নেটওয়ার্কে নেটিজেনদের ঝড়ের চোটে রীতমতো বাধ্য হয়েই ক্ষমা চাইলেন সাউথ সিটি মলের কর্তৃপক্ষ ৷ তবুও যেন বরফ গলছে না ! সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন উঠছে শহরের শপিংমল কর্তৃপক্ষদের ব্যবহারের দিকে ৷
তবে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিতর্কের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও সমালোচনা হয়েছে বহুবার ৷ কেরলের এক জনপ্রিয় ম্যাগাজিন গৃহলক্ষ্মীতে স্তন্যপানের ছবি কভার করায়, তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্যাগাজিনের এডিটরকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Shopping Mall, South City Mall