কলকাতায় চাকরির হাহাকার! IT অফিসের বাইরে হাজার হাজার চাকরিপ্রার্থী, ভিডিও ভাইরাল

Last Updated:

wipro office in kolkata video viral: কলকাতার IT অফিসের বাইরে হাজার হাজার চাকরিপ্রার্থী! চাকরির হাহাকার বাংলায়!

কলকাতা: একটা চাকরির জন্য হাহাকার! তা হলে কি কলকাতায় চাকরির পরিস্থিতি সত্যিই খুব খারাপ!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কলকাতার উইপ্রো অফিসের বাইরে চাকরিপ্রার্থীদের প্রবল ভিড়ের চাপ। সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি News18 Bangla. তবে নেটিজেনদের দাবি, সেই ভিডিও উইপ্রো অফিসের বাইরে তোলা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেছেন, কলকাতায় চাকরির বাজার বরাবরই কঠিন ছিল। এখন চাকরির বাজারে প্রতিযোগিতা অস্বাভাবিক হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত ফুরফুরাশরীফ, ইটবৃষ্টি-কাঁদানে গ্যাসের শেলে ত্রস্ত এলাকা
কেউ আবার বলেছেন, কলকাতায় চাকরির বাজারে ক্রমশ ধস নেমেছে। ফলে এখন একটি চাকরির জন্য লাখ লাখ আবেদন জমা পড়ছে। সেই ভিডিও এক্স-এ (আগে যা টুইটার ছিল) শেয়ার করেছেন এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, উইপ্রোতে ওয়াক ইন ইন্টারভিউ ছিল। সেখানে প্রায় ১০ হাজার আবেদকারী পৌঁছে যান।
advertisement
গোটা দেশে যে চাকরির অভাব, তা গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে। একদিকে কর্মী ছাঁটাই, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া। সব মিলিয়ে প্রচণ্ড চাপে চাকরিপ্রার্থীরা।
advertisement
এর আগেও দেখা গিয়েছে, গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করছেন পিএইচডি ডিগ্রিধারীরা। গত কয়েক বছরে দেখা গিয়েছে, বেসরকারি অফিসেও হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়।
আরও পড়ুন- তৃণমূলের প্রধান, বিজেপির উপপ্রধান! রামধনু জোটে পঞ্চায়েতের বোর্ড হল কোথায়? 
কলকাতার সল্টলেকে উইপ্রো অফিসের বাইরেও যেন একই ছবি! প্রশ্ন উঠছে, কলকাতায় চাকরির বাজার কি ক্রমশ ছোট হয়ে আসছে! ভবিষ্যৎ প্রজন্মকে কি শহর কলকাতায় একখানা চাকরির জন্য় রীতিমতো সংগ্রাম করতে হবে!
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় চাকরির হাহাকার! IT অফিসের বাইরে হাজার হাজার চাকরিপ্রার্থী, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement