Kolkata Weather Update: আর দেরি নয়, বাংলায় আসছে বৃষ্টি! কবে থেকে পরিবর্তন আবহাওয়ায়? জানুন...
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata Weather Update: কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা।
#কলকাতা: কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা (Kolkata Weather Update)। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শনি ও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকবে জেলায়। বেলা বাড়লে সেই শীতের আমেজ উধাও হবে। কলকাতাতে দিনেরবেলার উষ্ণতা ক্রমশ বাড়বে। সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ আরো কয়েকটা দিন। জেলায় এই শীতের আমেজ বেশি অনুভূত হবে।
advertisement
কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত বস্ত্র খুলে রাখতে হবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও আজও স্বাভাবিকের নিচে পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে। এই তাপমাত্রা গতকাল ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস । কাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি নীচে। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ।
advertisement
advertisement
২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি রাজ্যে। দার্জিলিং কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি। বৃষ্টি বাড়বে রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার।পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। শনিবার পুবালি হাওয়ার দাপট বাড়বে। শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পূবালী হওয়ায় ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার আংশিক মেঘলা আকাশ এবং রবিবার হালকা বৃষ্টি রাজ্যজুড়ে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। কিন্তু হালকা বৃষ্টি রাজ্যের সব জেলাতেই হবার সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 2:31 PM IST