Home /News /kolkata /
টানা বৃষ্টিতে উত্তাল দীঘার সমুদ্র, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে উত্তাল দীঘার সমুদ্র, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস

অতি গভীর নিম্নচাপ দক্ষিণ দীঘা দিয়ে স্থলভাগে ঢুকেছে। ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে অভিমুখ। আাগামী ২৪ ঘন্টায় উপকূল ও পশ্চিমের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি।

 • Share this:

  #কলকাতা: অতি গভীর নিম্নচাপ দক্ষিণ দীঘা দিয়ে স্থলভাগে ঢুকেছে। ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে অভিমুখ। আাগামী ২৪ ঘন্টায় উপকূল ও পশ্চিমের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে । দীঘার পর্যটকদের জন্যও সতর্কবার্তা।

  আরও পড়ুন: Section 377: দীর্ঘ প্রতীক্ষার অবসান, সমকামিতাকে আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট

  আগামী ২৪ ঘন্টায় দুর্বল হবে অতি গভীর নিম্নচাপ। ২৪ ঘন্টা পর দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে । তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।

  আরও পড়ুন: মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

  এদিন টানা বৃষ্টিতে উত্তাল দিঘার সমুদ্র ৷ মাইকে সতর্কতামূলক প্রচার প্রশাসনের ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৷ আগামিকাল পর্যন্ত থাকছে এই সতর্কতা ৷ সমুদ্র সৈকতে সতর্ক নুলিয়া, বিপর্যয় মোকাবিলা দল ৷ দিঘা জুড়ে বইছে ঝোড়ো হাওয়া ৷ সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ ৷ রাতে দিঘায় প্রবল জলোচ্ছাসের আশঙ্কা৷

  আরও পড়ুন: মাঝেরহাট বিপর্যয়ে এখন ঘুরপথে চলছে যাতায়াত, দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট

  First published:

  Tags: Heavy Rainfall, Kolkata Weather Updates, Monsoon

  পরবর্তী খবর