মাঝেরহাট বিপর্যয়ে এখন ঘুরপথে চলছে যাতায়াত, দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট
Last Updated:
#কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে এখন ঘুরপথে যাতায়াত চলছে শহরের বেশ কিছু জায়গায় ৷ যানজট এড়াতে কলকাতার ট্রাফিক পুলিশের তরফে সবরকম চেষ্টা চালানো হলেও শহরের ব্যস্ত সময় চাপ বাড়ছে ট্রাফিকের ৷ গাড়ি বা বাসের মধ্যে অনেকক্ষণই বসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের ৷
ব্রিজ বিপর্যয়ের পর বন্ধ তারাতলা-মোমিনপুর রাস্তা ৷ বিভিন্ন রাস্তায় বন্ধ পণ্যবাহী যান চলাচল ৷ দ্বিতীয় হুগলি সেতুতেও তাই আজ, বৃহস্পতিবার সকালে ব্যাপক যানজট লক্ষ্য করা গিয়েছে ৷ সারি দিয়ে আটকে পণ্যবাহী লরি-ট্রাক ৷ কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ির লম্বা লাইন ৷ কলকাতায় ঢোকার রাস্তা প্রায় সব বন্ধ ৷ হাওড়া থেকে কলকাতায় ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ আপাতত কিছুদিন হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ পুলিশের ৷
Location :
First Published :
September 06, 2018 9:20 AM IST