Home /News /kolkata /
আজও কী বৃষ্টিতে ভাসবে কলকাতা ? কী বলছে আবহাওয়া দফতর

আজও কী বৃষ্টিতে ভাসবে কলকাতা ? কী বলছে আবহাওয়া দফতর

File Photo

File Photo

শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রকোপ ৷ গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নাজেহাল শহরবাসী ৷ তবে এবেবারে নিস্তার এখনই মিলবে না ৷

 • Share this:

  #কলকাতা: শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রকোপ ৷ গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নাজেহাল শহরবাসী ৷ তবে এবেবারে নিস্তার এখনই মিলবে না ৷ এদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা মিলেছে ৷

  আরও পড়ুন: নাগরিকপঞ্জির প্রকাশিত খসড়া চূড়ান্ত নয়, সোশাল মিডিয়ায় NRC নিয়ে অপপ্রচার চলছে : রাজনাথ সিং

  আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

  আরও পড়ুন: এটিএম প্রতারণায় নজরে অনলাইন শপিং সাইট, নিয়ম মেনে কি বিক্রি হত স্কিমার ? তদন্তে গোয়েন্দারা

  তবে উত্তরবঙ্গের চিত্রটা একটু আলাদা ৷ গাঙ্গেয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের ভারী বৃষঅটির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরপ্রদেশ-অসম বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ৷ আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম

  First published:

  Tags: Kolkata Weather Forecast, Rainfall

  পরবর্তী খবর