Kolkata Rare Fish:মাছের মুখ পাখির মতো, রয়েছে এক-জোড়া ঠোঁট-ও, কলকাতার খালে অদ্ভুত মাছ দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:

ঠাকুরপুকুর এলাকার চরিয়াল খাল থেকে ধরা মাছটির ওজন প্রায় ১৫-২০ কেজির ওপর হবে

#কলকাতা: ঠাকুরপুকুর খাল থেকে উদ্ধার এক বিরল প্রজাতির মাছ। আকারে অনেকটাই লম্বা, মুখটা ছুঁচোলো, পাখির মতো একজোড়া ঠোঁট-ও রয়েছে! অদ্ভুত এই মাছ দেখছে ভিড় জমিয়েছে আশাপাশের এলাকার বহু কৌতূহলি মানুষ! চলছে মোবাইলে ছবি-ভিডিও তোলা, কেউ বা আবার মাছের সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত।
ঠাকুরপুকুর এলাকার চরিয়াল খাল থেকে ধরা মাছটির ওজন প্রায় ১৫-২০ কেজির ওপর হবে। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও মাছ ধরার জন্য খালে ছিপ ফেলেন স্থানীয় রজত মণ্ডল, কায়ুম মণ্ডল-সহ আরও কয়েকজন যুবক। তখনই ছিপে এই অদ্ভুতদর্শণ মাছটি উঠে আসে। মৎস্যবিজ্ঞানী বিজয় কালি মহাপাত্র বলেন,এই মাছের নাম অ্যালিগেটর ফিস। এই মাছ মূলত একরিয়ামে চাষ হয়। বিদেশের নদীতেও পাওয়া যায়। তবে, নিঃসন্দেহে এটি বিরল প্রজাতির মাছ। আপাতত মাছটিকে জলে রেখে দেওয়া হয়েছে, যাতে মারা না যায়। মৎসবিশেষজ্ঞ আরও জানান, বাংলায় মাছটিকে কুমির মাছ-ও বলা হয়। মাছটি পুকুর বা খালের বাস্তুতন্ত্রের জন্য খুবই খারাপ, কারণ এর দাঁত রয়েছে, ফলে অন্য ছোট মাছদের খেয়ে ফেলতে পারে। কামড়ে দিতে পারে মানুষদেরও।
advertisement
Shanku Santra
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Rare Fish:মাছের মুখ পাখির মতো, রয়েছে এক-জোড়া ঠোঁট-ও, কলকাতার খালে অদ্ভুত মাছ দেখতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement