Kolkata Fire: নিয়ন্ত্রণে আগুন! সাধারণের জন্য খুলল অ্যাক্রোপলিস মল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ফের আগুন অ্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে?
কলকাতা: ফের আগুন অ্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে? বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সাধারণের জন্য খুলে দেওয়া হল মল। অন্যান্য দিন ১০.৩০ -তে খোলা হয়। আজ আগুনের কারণে খানিকটা দেরিতে খোলা হল।
১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
আগুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফুড কোর্টে রান্নার তেল গরম হয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই আগুন প্রাথমিক ভাবে স্টাফেরাই নিভিয়ে দেয়। আগুনের কারণে, সিনেপোলিসের সবরমতী এক্সপ্রেসের শো দেরিতে শুরু হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল।
advertisement
এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি৷ সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 11:17 AM IST