Kolkata: আনন্দপুর খাল থেকে মাঝবয়সি ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে আনন্দপুর থানা

Last Updated:

আনন্দপুর জগন্নাথ মন্দির সংলগ্ন জলাশয় থেকে এক মধ্যবয়সি যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । পুলিশ সূত্রে খবর, ৫৮ বছরের সনৎ হালদার সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। সোমবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি

আনন্দপুর খাল থেকে মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে আনন্দপুর থানার পুলিশ 
আনন্দপুর খাল থেকে মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে আনন্দপুর থানার পুলিশ 
কলকাতা: আনন্দপুর জগন্নাথ মন্দির সংলগ্ন জলাশয় থেকে এক মধ্যবয়সি যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । পুলিশ সূত্রে খবর ৫৮ বছর সনৎ হালদার সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। সোমবার  থেকেই নিখোঁজ ছিল ব্যক্তি। মঙ্গলবার সকালে এলাকার মানুষ দেখে দেহ ভাসছে খালে । পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্লিপার, একটি চশমা এবং একটি খালি দেশি মদের বোতল উদ্ধার করে, যা সনৎ হালদারের বলেই ধারনা পুলিশের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আনন্দপুর থানায়। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে সনৎ হালদার সার্ভে পার্কে  থানা এলাকার বাসিন্দা। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের তরফ থেকে পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয় সোমবার রাতেই। সার্ভে পার্ক এবং আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা সোমবার রাত থেকেই নিখোঁজ সনৎ হালদারের সন্ধান চালাচ্ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ আনন্দপুর জগন্নাথ মন্দির সংলগ্ন খালে দেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়।
advertisement
আনন্দপুর থানার পুলিশ আধিকারিক, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ কলকাতা পুলিশের তরফ থেকে ডুবুড়ি এনে উদ্ধার করা হয় মৃতদেহ। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মৃত সনদ হালদার পেশায় রিকশাচালক ছিলেন। গতকাল সন্ধায় সার্ভে পার্ক এলাকায় রিক্সা স্ট্যান্ডে হঠাৎই নিজের রিকশা ফেলে উধাও হয়ে যান তিনি। অন্য আর এক রিকশাচালক পরিবারের সদস্যদের খবর দেয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ এবং পরিবার, উভয়েই তাঁর  খোঁজ শুরু করে। পরিবারের তরফ থেকে এও জানানো হয়েছে, সোমবার সন্ধ্যাতেই সার্ভে পার্ক এলাকার রিক্সা স্ট্যান্ড সংলগ্ন জায়গা থেকে সনদ হালদারের এক পাটি জুতো পাওয়া যায়। অন্য আর এক পাটি জুতো উদ্ধার হয়েছে খালের পাশ থেকে। দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: আনন্দপুর খাল থেকে মাঝবয়সি ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে আনন্দপুর থানা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement