Puri Train: প্রজাতন্ত্রের দিবস সঙ্গে লং উইকেন্ড, ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে পুরীর ট্রেনের চাহিদা তুঙ্গে
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে প্রজাতন্ত্র দিবস, শনিবার ও রবিবার নিয়ে মোট তিনটি ছুটির দিন। আর এই সুযোগে জগন্নাথ দেবের দর্শন এবং সমুদ্র উপভোগ করার জন্য অসংখ্য মানুষ ভিড় করতে চলেছেন পুরীতে।
কলকাতা: শুক্রবার প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি চলতি সপ্তাহের শেষ তিন দিন ছুটির দিন। আর এই সুযোগে ভ্রমণ পিপাসু বাঙালি তাদের বরাবরের অন্যতম প্রিয় গন্তব্য পুরীকে বেছে নিয়েছে ছুটি উপভোগ করার জন্য।
আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে প্রজাতন্ত্র দিবস, শনিবার ও রবিবার নিয়ে মোট তিনটি ছুটির দিন। আর এই সুযোগে জগন্নাথ দেবের দর্শন এবং সমুদ্র উপভোগ করার জন্য অসংখ্য মানুষ ভিড় করতে চলেছেন পুরীতে।
advertisement
advertisement
হাওড়া এবং শিয়ালদহ থেকে পুরী যাওয়ার ট্রেনে বিপুল পরিমাণ বার্থ রিজার্ভেশন এর জন্য আবেদন করা হয়েছে, স্বভাবতই ওই রুটের ট্রেনগুলিতে প্রচুর ওয়েটিং লিস্ট লক্ষ্য করা যাচ্ছে। যেমন 22201 শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস এবং 02311 হাওড়া-পুরী বন্দে ভারত স্পেশ্যাল ট্রেনটিতে ২৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সব থেকে বেশি টিকিটের চাহিদা দেখা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2024 12:45 PM IST








