Private Hospital Carelessness In Kolkata: নামি হাসপাতালে রোগীর দেখাশোনায় গাফিলতি, এক লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ স্বাস্থ্য কমিশনের
- Published by:Suman Majumder
Last Updated:
রাজ্য স্বাস্থ্য কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিল রোগীর পরিবার।
#কলকাতা: রাজ্যের বিভিন্ন নামিদামি বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে চিকিৎসার গাফিলতির। সঙ্গে অপ্রয়োজনীয় নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা, আর তার সঙ্গে চূড়ান্ত ভাবে দেখভাল না করার অভিযোগও থাকে। আর বাড়তি বিল নেওয়ার অভিযোগ তো লেগেই থাকে। কলকাতার গল্ফ গ্রিন এলাকার বাসিন্দা আরতি সরকার (বয়স ৮৫) নানাবিধ বয়সজনিত সমস্যা নিয়ে ইএম বাইপাসের পাশে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি-র পিছনে একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি ভর্তি হন। 24 দিন ভর্তি ছিলেন। রোগীকে ভর্তি করার কিছুদিনের মধ্যেই রোগীর পরিবার দেখতে পান আরতিদেবীর শরীরের একাধিক জায়গায় ঘা হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বললেও তারা কোনো রকম কর্ণপাত করে না বলে অভিযোগ।
এরপর একপ্রকার বাধ্য হয়েই ডিসচার্জ এগেনস্ট মেডিকেল এডভাইস বা ডামা দিয়ে তাঁরা রোগীকে নিয়ে যাযন। তাদের আরো অভিযোগ ছিল, হাসপাতালে কর্তব্যরত নার্স থেকে ওয়ার্ড বয়, কেউ স্বীকার করেনি, এমনকি হাসপাতাল থেকে বারবার করে বলা হয়েছে এগুলো কোন রকম বেড সোর নয়। আর রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনরকম পরিচর্যা না করায় বেডসোর হয়ে গেছিল রোগীর।
advertisement
এরপরই রাজ্য স্বাস্থ্য কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। দুপক্ষকেই শুনানিতে ডাকা হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনমতেই প্রথম থেকে স্বীকার করতে চায়নি, তাদের গাফিলতিতেই রোগীর বেডসোর হয়েছে। পরবর্তীকালে যখন চিকিৎসার সমস্ত কাগজ চাওয়া হয়, সেখানে দেখা যায়, রোগী ভর্তি হওয়ার সাত দিনের মাথায় প্রথম একজন কর্তব্যরত নার্স তার ডিউটি হ্যান্ডওভার করার সময় রোগীর বেডের পাশে এডভাইসে লিখে যান, আরতিদেবীর বেডসোর -এর লক্ষণ দেখা দিয়েছে। এরপর পর্যায়ক্রমে আরো দুই দফায় বেডসোর-এর কথা বেডসাইড টিকিটে উল্লেখ পাওয়া যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ সার্টিফিকেট দেওয়ার সময় কখনই উল্লেখ করেনি যে এই রোগীর বেডসোর হয়েছিল। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য কমিশন অবিলম্বে রোগী পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2021 8:06 PM IST