দূষণ নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্কুল শিক্ষা দফতর, স্কুলগুলির সঙ্গে বৈঠকে বিশেষ নির্দেশ
Last Updated:
সোমবার বিকাশ ভবনে কয়েকটি বেসরকারি স্কুলের প্রতিনিধি,পুলিশ ও সরকারি স্কুলের কয়েকজন প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্কুল শিক্ষা কমিশনার ৷
Somraj Banerjee
#কলকাতা: দূষণ নিয়ে চিন্তিত রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ৷ শুক্রবারের মধ্যেই দূষণ মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে কয়েকটি বেসরকারি স্কুলকে রিপোর্ট দিতে বলা হল ৷ সোমবার বিকাশ ভবনে কয়েকটি বেসরকারি স্কুলের প্রতিনিধি,পুলিশ ও সরকারি স্কুলের কয়েকজন প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্কুল শিক্ষা কমিশনার ৷ বৈঠকে স্কুলগুলির চারপাশে গাড়ি পার্কিং ও গাড়ি দূষণ নিয়ে আলোচনা হয় ৷ সেখানে উপস্থিত থেকে কলকাতার কয়েকটি বেসরকারি স্কুলের প্রতিনিধি ক্রমাগত গাড়ি থেকে বেড়ে চলা দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷
advertisement
মূলত স্কুলগুলিকে বলা হয়েছে, প্রত্যেক স্কুলে কত বছরের পুরনো, কী ধরনের গাড়ি ব্যবহার করা হচ্ছে যাবতীয় রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ শুক্রবারের মধ্যে শুধু তাই নয়, তার পাশাপাশি বলা হয়েছে যে, দূষণ আটকাতে স্কুলগুলি নির্দিষ্ট কী পরিকল্পনা নিয়েছে তাও জানাতে হবে ৷
advertisement
শনিবারই গাড়ি পার্কিং ও ক্রমাগত গাড়ি চলাচল নিয়ে দূষণের জেরে সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়ারা ৷ এমনই উদ্বেগ জানিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে চিঠি পাঠায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ৷ এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সোমবারই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
সোমবারের বৈঠকে যে যে রিপোর্টগুলো বেসরকারি স্কুলগুলি থেকে চাওয়া হয়েছে তা হল,
1) গাড়ি পার্কিং নিয়ে স্কুলগুলি কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা জানাতে হবে ৷ একইসঙ্গে এই তথ্যও দিতে হবে যে স্কুলের সময়ে কতগুলো করে গাড়ি পার্কিং হচ্ছে ওই চত্বরে ৷
2) স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য যে পুলকারগুলি ব্যবহার করা হচ্ছে সেই কত বছরের পুরনো বা সেগুলি এখন কী অবস্থায় রয়েছে সেই গাড়িগুলি থেকে কত দূষণ ছড়াচ্ছে তাও জানাতে হবে স্কুলগুলিকে ৷
advertisement
3) সোমবারের বৈঠকে বলা হয়েছে প্রয়োজন না হলে স্কুলগুলির সামনে গাড়ি পার্কিং করা যাবে না প্রয়োজনে স্কুলগুলি তাদের নির্দিষ্ট থানার সহযোগিতা নিতে পারবে ৷
সোমবারের বৈঠকে সাউথ পয়েন্ট থেকে লা মার্টিনিয়ার থেকে শুরু করে কলকাতার প্রথম সারির একাধিক বেসরকারি স্কুলগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ স্কুলগুলির তরফে জানানো হয়েছে, শুক্রবারের মধ্যেই দূষণ নিয়ন্ত্রণের জন্য তাদের নির্দিষ্ট কী কী পরিকল্পনা রয়েছে, তার শুক্রবারের মধ্যেই রিপোর্ট আকারে পাঠিয়ে দেওয়া হবে ৷ স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেই রিপোর্ট গুলি পাওয়ার পরই আগামী সপ্তাহে দূষণ নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে পাঠিয়ে দেবে রাজ্য স্কুল শিক্ষা দফতর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2019 2:45 PM IST