যুবভারতী কাণ্ডের প্রভাব পড়বে না, ক্রিকেট বিশ্বকাপ দক্ষ হাতেই সামলাবে পুলিশ! জানালেন সিপি মনোজ ভার্মা
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
যুবভারতীকাণ্ড থেকে শিক্ষা নিয়েছে কলকাতা পুলিশ, এর মাঝেই আগামী বছর ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হতে চলেছে কলকাতায়। কলকাতা পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানালেন কমিশনার মনোজ ভার্মা।
কলকাতা: যুবভারতীকাণ্ড থেকে শিক্ষা নিয়েছে কলকাতা পুলিশ, এর মাঝেই আগামী বছর ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হতে চলেছে কলকাতায়। কলকাতা পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানালেন কমিশনার মনোজ ভার্মা। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সমস্ত কিছু আমরা নোট করেছি। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট থাকবে। স্টেক হোল্ডারদের সঙ্গে ও বিভিন্ন আয়োজকদের সঙ্গে যোগাযোগ থাকবে। সবকিছুই ভালোভাবে হবে আশা করছি।”
একইসঙ্গে বছরশেষে উৎসবের আমেজে মাতবে শহরবাসী। ক্রিসমাসের আমেজে ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। এমন আবহে কিছুদিন আগেই ঘটে যাওয়া দিল্লির বিস্ফোরণের কথা মাথায় রেখে কী বিশেষ ব্যবস্থা পার্ক স্ট্রিটে?? এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “শুধু পার্ক স্ট্রীট নয় সারা শহরে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। ওয়াচ রাখছি। ফিল্ড লেভেল অফিসার থেকে শুরু করে সিনিয়র সমস্ত অফিসার, ডিসি লেভেলের অফিসারদের আমরা ইতিমধ্যে মেসেজ পাঠিয়ে দিয়েছি।”
advertisement
আরও পড়ুন: ফের বিঘ্ন! রেকে যান্ত্রিক সমস্যা, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা…
যুবভারতীকাণ্ডের মাঝেই ফেসবুকে একটি পোস্ট ঘিরে হইচই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, কলকাতা পুলিশের সঙ্গে দেখা হয়েছিল যুবভারতীতে মেসি সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে! তিনি এমন ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন বলে জানা যায়। এই প্রসঙ্গে সিপি মনোজ ভার্মা বলেন, “উনি এসেছিলেন কারণ, ‘তাজবেঙ্গল’ হোটেলে মেসির তখন থাকার কথা ছিল । কিন্তু পরে পুরো প্রোগ্রাম ওই দিকে হয়। তারপর থেকে আমাদের আর কোন যোগাযোগ নেই।”
advertisement
advertisement
যুবভারতীকাণ্ডের পরে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে জনতা নিয়ন্ত্রণে কেন ব্যর্থ হল পুলিশ? এই অবস্থায় বিশ্বকাপের মতন বড় আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে কলকাতা পুলিশ? এই বিষয়েও আশ্বাস দিয়েছেন মনোজ ভার্মা। তিনি বলেন, “কলকাতা পুলিশের প্রফেশনাল পুলিশ রয়েছে। বিভিন্ন প্রোগ্রামে করেছি । খুব ভালোভাবে হয়েছে। আগামী দিনে যে বিশ্বকাপ হবে তা ভালোভাবে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2025 8:02 PM IST







