RG Kar case Sandeep Ghosh: RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে জোড়া মামলা রুজু পুলিশের, কী কী অভিযোগ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar case Sandeep Ghosh: আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একজন আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন টালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
advertisement
শুধু তাই নয়, নির্যাতিতার নাম-পরিচায় ফাঁস নিয়েও সন্দীপ ঘোষের টালা থানায় মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে আগেই সমাজমাধ্যমের সূত্র ধরে ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। তখন সন্দীপের বিরুদ্ধেই নাম-পরিচায় ফাঁসের অভিযোগ ওঠে। এবার সেই নিয়েও ব্যবস্থা নিল কলকাতা পুলিশ।
advertisement
আরজি করের প্রাক্তন অভিযোগের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল আগেই। আরজি করের ঘটনার পরে বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। তারপরে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়, তবে সন্দীপ সেখানে দায়িত্ব নেওয়ার খবরে বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য হাই কোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ কোনও মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে পারেননি। আরজি করের ঘটনায় সিবিআইয়ের কাছে একাধিক বার হাজিরা দিতে হয়েছে সন্দীপ ঘোষকে। প্রথম বার তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এবার সেই সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করল কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 11:29 AM IST