কোকেন কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-কে তলব করল কলকাতা পুলিশ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
মাদক মামলার তদন্তভার গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
#কলকাতা: পামেলা গোস্বামীর মাদক মামলায় কলকাতা পুলিশ তলব করল বিজেপি নেতা রাকেশ সিংকে। রাকেশকে আজ মঙ্গলবার বিকেল চারটের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত মাদক মামলার তদন্তভার গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
গত শুক্রবার কোকেন সহ পামেলাকে গ্রেফতার করেছিল নিউ আলিপুর থানার পুলিস। পর দিন আদালতে নিয়ে যাওয়ার সময়ে সংবাদমাধ্যমের সামনে রাকেশের নাম নেন পামেলা। তিনি বলেন, কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করা হোক। সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
রাকেশের যুক্তি, বহুদিন পামেলার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। বরং পুলিশই চাপ দিয়ে পামেলাকে দিয়ে এ কথা বলাচ্ছে। কলকাতা পুলিশকে এই নিয়ে চিঠিও দিয়েছেন রাকেশ। তাঁর দাবি, পামেলা তাঁর নাম এরপর প্রকাশ্যে নিলে কলকাতা পুলিশের সঙ্গে আইনি লড়াইয়ের পথে যাবেন রাকেশ।
advertisement
advertisement
২০১৯ সালের জুলাই মাসে গেরুয়া শিবিরে নাম লেখান পামেলা। অতীতে মডেলিং করেছেন, করেছেন বিমানসেবিকার কাজও। বিজেপিতে তাঁর উত্থানও চমকপ্রদ। রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে আসীন হন দু বছরের মধ্যেই। তিনিই কোকেন-সহ ধরা পড়ায় অস্বস্তিতেই পড়েছে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 23, 2021 11:15 AM IST







