Lake Town Police:লেক টাউন পুলিশের বড় সাফল্য, আসল মালিকদের ফিরিয়ে দিল চুরি যাওয়া মোবাইল, গয়না, বাইক

Last Updated:

সাম্প্রতিক কালে রাজ্যের একাধিক জায়গায় থেকে চুরি হওয়া মোবাইল ফোন ও গয়না উদ্ধার করে তা আসল মালিকের হাতে তুলে দিল লেক টাউন থানার পুলিশ

#কলকাতা: চুরি যাওয়া মোবাইল ফোন, গয়না ফিরিয়ে দিল লেকটাউন থানার পুলিশ। সাম্প্রতিক কালে রাজ্যের একাধিক জায়গায় থেকে চুরি হওয়া মোবাইল ফোন ও গয়না উদ্ধার করে তা আসল মালিকের হাতে তুলে দিল লেক টাউন থানার পুলিশ। বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যাঁদের মোবাইল চুরি হয়েছিল, শুক্রবার বিকেলে সেই সকল মানুষকে ডেকে তাঁদের হাতে মোবাইল ফোন তুলে দেয় লেক টাউন থানার পুলিশ।
গত মাসে লেক টাউন থানার পুলিশ বানজারা দলের এক সদস্যকে গ্রেফতার করে। এরপরই পুলিশ জানতে পারে সে আন্তঃরাজ্য মোবাইল পাচারকারীদের সঙ্গে যুক্ত। এরপরে বানজারা দলের আরেক সদস্যকে গ্রেফতার করা হয়। তারপরেই উদ্ধার হয় একাধিক মোবাইল। এছাড়াও উদ্ধার হয় বেশ কিছু হীরের অলংকার ও দুটো বাইক। এদিন, যুরি যাওয়া সমস্ত সামগ্রী মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে তাঁদের চুরি যাওয়া বস্তু সংগ্রহ করতে। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ জন মানুষকে তাঁদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও চুরি যাওয়া গহনা, ল্যাপটপ ও বাইকও ফিরিয়ে দেওয়া হয় এদিন।
advertisement
অন্যদিকে, কালনার ১০৮ শিব মন্দির সংলগ্ন সাব রেজিস্ট্রার অফিসে উইন্ডো এসি খুলে চোর ঢুকলো সরকারি দফতরে। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। শুক্রবার কালনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার বরুণ কুমার ভৌমিক জানান, '' প্রতিদিনের মতো শুক্রবারও অফিস খুলতে এসে দেখি অফিসের ভিতরে যে সার্ভার রুমটা রয়েছে সেই রুমের উইন্ডো এসির জানলা থেকে এসিটিকে খুলে, তার মধ্যে দিয়েই চোরেরা প্রবেশ করেছে। এর পরই সার্ভার রুমে থাকা সমস্ত CCTV লাইন এবং সার্ভার, ইন্টারনেট কানেকশন সমস্ত কিছু চোরেরা কেটে দেয়। এরপরই ক্যাশ কাউন্টারের আলমারি ভেঙে সেখান থেকে একটি বাক্স থেকে ছিয়াত্তর হাজার টাকা চোরেরা নিয়ে চম্পট দেয়। পুরো বিষয়টি আমরা কালনা থানার পুলিশ আধিকারিককে জানিয়েছি। কালনা থানার পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত করে গিয়েছেন।''
advertisement
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lake Town Police:লেক টাউন পুলিশের বড় সাফল্য, আসল মালিকদের ফিরিয়ে দিল চুরি যাওয়া মোবাইল, গয়না, বাইক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement