অন্যায় প্রতিরোধের পাশাপাশি মানুষও গড়বে কলকাতা পুলিশ
Last Updated:
অপরাধীদের শায়েস্তা করার পাশাপাশি চলবে মানুষ গড়ার কাজও। চালু হয়ে গেল কলকাতা পুলিশের লাইব্রেরি। ভাওয়ালের সন্ন্যাসী রাজার কলকাতার বাড়িই এখন কলকাতা পুলিশের লাইব্রেরি।
#কলকাতা: অপরাধীদের শায়েস্তা করার পাশাপাশি চলবে মানুষ গড়ার কাজও। চালু হয়ে গেল কলকাতা পুলিশের লাইব্রেরি। ভাওয়ালের সন্ন্যাসী রাজার কলকাতার বাড়িই এখন কলকাতা পুলিশের লাইব্রেরি। গল্প-উপন্যাস কলকাতা পুলিশের ঐতিহাসিক ঘটনার বিবরণ - সবই এবার এক ছাদের তলায়। লাইব্রেরির সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষও।
আরও পড়ুন : হোটেলে উদ্ধার মৃত দম্পতির নিথর দেহ
advertisement
কিছুটা দেরি হল বটে। তবে কলকাতা পুলিশের লাইব্রেরি একঝলক দেখলে তাক লাগবেই। রবীন্দ্রনাথ-নজরুল থেকে জেমস হেডলি চেজ থেকে হালের সিডনি সেলডন। বিজ্ঞান থেকে প্রাচীন সাহিত্য সব হাজির। অনলাইন ক্যাটেলগ থেকে মুহূর্তে খুঁজে নেওয়া যাবে পছন্দের বই।
advertisement
অপরাধ বিজ্ঞান থেকে কলকাতার সাড়াজাগানো সব অপরাধের বিবরণ - এসব নিয়েও রয়েছে আলাদা সেকশন।
১১২ রিপন স্ট্রিট। ভাওয়ালের সন্ন্যাসী রাজার বাড়িতেই গড়ে উঠেছে কলকাতা পুলিশের লাইব্রেরি। বাড়ি নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় আটকে ছিল কাজ। সংস্কারের পর সেজে উঠেছে কলকাতার অন্যতম এই
advertisement
ফেসবুক থেকে প্রবীণদের পাশে দাঁড়াতে প্রণামের মতো প্রকল্প - জনসংযোগে গত কয়েক বছরে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পুলিশ। সেই তালিকায় নতুন সংযোজন এই লাইব্রেরি। কলকাতা পুলিশ মিউজিয়ামের ধাঁচে ছোট একটি মিউজিয়ামও থাকছে এখানে। প্রতিদিন সকাল ১১ টা থেকে ৭ পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন সাধারণ মানুষ।
১৯৫০ সাল থেকে পথচলা শুরু করেছিল স্কটল্যান্ড ইয়ার্ডের লাইব্রেরি। সেখানে স্থান পেয়েছে কলকাতা পুলিশ। কিছুটা দেরি হলেও একই কাজ করে দেখাল কলকাতাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 1:58 PM IST