বিরাট সিদ্ধান্ত! কলকাতা পুলিশের নতুন ১২ জন ডেপুটি কমিশনার 'IPS' নন! নবান্নের বৈঠকে কী ঠিক হল?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
কলকাতা পুলিশের ১২ জন নতুন ডেপুটি কমিশনার পদ তৈরি করা হল, যাঁরা নন-আইপিএস ক্যাডারের অফিসার। AC-I ক্যাডার থেকে ৫ জন ও AC-NI ক্যাডার থেকে ৭ জন অফিসারকে উন্নীত করা হবে।
কলকাতা: নবান্ন সূত্রে বড় সিদ্ধান্ত। রাজ্যে ১২ জন নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদ তৈরি করা হল, যাঁরা সকলেই নন-আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) পদে থাকা অফিসারদের পদোন্নতির মাধ্যমে এই নতুন ডেপুটি কমিশনারদের নিয়োগ করা হবে।
advertisement
**নতুন কাঠামো: দুটি পৃথক ক্যাডার**
বর্তমানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদকে দুটি শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি শ্রেণি হল:
advertisement
1. **AC-I (ইনভেস্টিগেশন ক্যাডার)** – যাঁদের মূল দায়িত্ব থাকবে অপরাধ তদন্তের ভার নেওয়া।
2. **AC-NI (নন-ইনভেস্টিগেশন ক্যাডার)** – এই ক্যাডারের অফিসাররা প্রশাসনিক ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন, তবে সরাসরি তদন্তের দায়িত্ব থাকবে না।
advertisement
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল
**নতুন ডিসি পদ তৈরির সিদ্ধান্ত**
সরকার এই দুটি ক্যাডার থেকেই পদোন্নতির মাধ্যমে নতুন ১২ জন ডেপুটি কমিশনার (DC) পদ তৈরির প্রস্তাব অনুমোদন করেছে।
– **AC-I ক্যাডার থেকে** ৫ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
advertisement
– **AC-NI ক্যাডার থেকে** ৭ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতা পুলিশের প্রশাসনিক ও তদন্ত প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 7:33 PM IST