বিরাট সিদ্ধান্ত! কলকাতা পুলিশের নতুন ১২ জন ডেপুটি কমিশনার 'IPS' নন! নবান্নের বৈঠকে কী ঠিক হল?

Last Updated:

কলকাতা পুলিশের ১২ জন নতুন ডেপুটি কমিশনার পদ তৈরি করা হল, যাঁরা নন-আইপিএস ক্যাডারের অফিসার। AC-I ক্যাডার থেকে ৫ জন ও AC-NI ক্যাডার থেকে ৭ জন অফিসারকে উন্নীত করা হবে।

নবান্ন সূত্রে বড় সিদ্ধান্ত। রাজ্যে ১২ জন নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদ তৈরি করা হল, যাঁরা সকলেই নন-আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) পদে থাকা অফিসারদের পদোন্নতির মাধ্যমে এই নতুন ডেপুটি কমিশনারদের নিয়োগ করা হবে।
নবান্ন সূত্রে বড় সিদ্ধান্ত। রাজ্যে ১২ জন নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদ তৈরি করা হল, যাঁরা সকলেই নন-আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) পদে থাকা অফিসারদের পদোন্নতির মাধ্যমে এই নতুন ডেপুটি কমিশনারদের নিয়োগ করা হবে।
কলকাতা:  নবান্ন সূত্রে বড় সিদ্ধান্ত। রাজ্যে ১২ জন নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদ তৈরি করা হল, যাঁরা সকলেই নন-আইপিএস ক্যাডারের অফিসার। কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) পদে থাকা অফিসারদের পদোন্নতির মাধ্যমে এই নতুন ডেপুটি কমিশনারদের নিয়োগ করা হবে।
advertisement
**নতুন কাঠামো: দুটি পৃথক ক্যাডার**
বর্তমানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদকে দুটি শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি শ্রেণি হল:
advertisement
1. **AC-I (ইনভেস্টিগেশন ক্যাডার)** – যাঁদের মূল দায়িত্ব থাকবে অপরাধ তদন্তের ভার নেওয়া।
2. **AC-NI (নন-ইনভেস্টিগেশন ক্যাডার)** – এই ক্যাডারের অফিসাররা প্রশাসনিক ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন, তবে সরাসরি তদন্তের দায়িত্ব থাকবে না।
advertisement
সরকার এই দুটি ক্যাডার থেকেই পদোন্নতির মাধ্যমে নতুন ১২ জন ডেপুটি কমিশনার (DC) পদ তৈরির প্রস্তাব অনুমোদন করেছে।
– **AC-I ক্যাডার থেকে** ৫ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
advertisement
– **AC-NI ক্যাডার থেকে** ৭ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতা পুলিশের প্রশাসনিক ও তদন্ত প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরাট সিদ্ধান্ত! কলকাতা পুলিশের নতুন ১২ জন ডেপুটি কমিশনার 'IPS' নন! নবান্নের বৈঠকে কী ঠিক হল?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement