Kolkata Police: ডিউটির মাঝে কাজে ফাঁকি দিচ্ছে না তো পুলিশ? বাহিনীর সদস্যের অবস্থান লালবাজারের বিশেষ উদ্যোগ
- Published by:Teesta Barman
- Written by:Amit Sarkar
Last Updated:
Kolkata Police: এই কার্ডের চিপে একজন পুলিশ কর্মীর সমস্ত ডিটেলস থাকবে। এমনকি এই কার্ডের মাধ্যমে হাজিরাও সুনিশ্চিত হবে বলেই লালবাজার সূত্রে খবর।
কলকাতা: ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মীর গতিবিধিতে এবার নজর। নজরদারি চালাতে পুলিশের সাধারণ আইকার্ডে বদল। দেওয়া হল RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড। লালবাজারে বসেই জানা যাবে ডিউটিরত পুলিশের অবস্থান। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন কি না, তার ওপর এবার নজরদারি। খাস কলকাতা পুলিশ হেডকোর্য়াটারে বসেই টেকনোলজির ওপর ভরসা করেই চলবে নজরদারি।
আরও পড়ুন: আচমকাই ফের বাড়বে গরম, অস্বস্তি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, কবে থেকে ভোলবদল? কী বলছে হাওয়া অফিস
লালবাজার সূত্রে খবর, পুলিশ কর্মীদের সাধারণ আইকার্ড বদলে ফেলার কাজ শুরু হয়েছে। এখন থেকে সমস্ত পুলিশ কর্মীর গলায় ঝুলছে RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড। যার মাধ্যমে খুব সহজেই ডিউটি অবস্থায় এক পুলিশ কর্মীর অবস্থায় জানতে পারবে লালবাজার। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে সকল পুলিশ কর্মীকে এই অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি কার্ড ব্যবহার করতে নির্দেশ দিয়েছে লালবাজার। বাহিনীর কনস্টেবল থেকে ইন্সপেক্টর, সকলই থাকছে এই নজরদারির মধ্যে। এই কার্ডের চিপে একজন পুলিশ কর্মীর সমস্ত ডিটেলস থাকবে। এমনকি এই কার্ডের মাধ্যমে হাজিরাও সুনিশ্চিত হবে বলেই লালবাজার সূত্রে খবর।
advertisement
advertisement
আইনশৃঙ্খলার ডিউটি বা কোনও বিশেষ দায়িত্ব থাকলে RFID পরে থাকতে হবে বলে নির্দেশ লালবাজারের। থানা এলাকায় আইনশৃঙ্খলা জনিত কর্মসূচি থাকলে সেই থানার ওসিকে RFID কার্ড রিডারের মাধ্যমে যাদের সেখানে ডিউটি পড়েছে তাঁদের অ্যাটেনডেন্স রেজিস্টার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
advertisement
ইতিমধ্যে প্রায় ১২০০০ পুলিশ কর্মীকে এই কার্ড দেওয়া হয়েছে। বাহিনীর বাকি সদস্যকে খুব তাড়াতাড়ি এই কার্ড দেওয়া হবে। শুধু যে ওসি, এএসআই বা কনস্টেবল এই কার্ড পরে ডিউটি করছেন এমন নয়, লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও এই কার্ড পরে ডিউটি করছেন। অভিযোগ ওঠে অনেক সময় আইন শৃঙ্খলার ডিউটির সময় দু’একজন এলাকা থেকে সরে যান। যে বিষয়টি পৌঁছেছে লালবাজারের কর্তাদের কানেও। তাই ডিউটিরত অবস্থায় দায়িত্ব ও কর্তব্য পালন করছেন কি না তা নজর রাখতেই এহেন উদ্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 12:53 PM IST