Kolkata Police: ডিউটির মাঝে কাজে ফাঁকি দিচ্ছে না তো পুলিশ? বাহিনীর সদস্যের অবস্থান লালবাজারের বিশেষ উদ্যোগ

Last Updated:

Kolkata Police: এই কার্ডের চিপে একজন পুলিশ কর্মীর সমস্ত ডিটেলস থাকবে। এমনকি এই কার্ডের মাধ্যমে হাজিরাও সুনিশ্চিত হবে বলেই লালবাজার সূত্রে খবর। 

ডিউটিরত অবস্থায় বাহিনীর সদস্যের অবস্থান জানতে রেডিও ফ্রিকোয়েন্সি আইকার্ড আনল লালবাজার
ডিউটিরত অবস্থায় বাহিনীর সদস্যের অবস্থান জানতে রেডিও ফ্রিকোয়েন্সি আইকার্ড আনল লালবাজার
কলকাতা: ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মীর গতিবিধিতে এবার নজর। নজরদারি চালাতে পুলিশের সাধারণ আইকার্ডে বদল। দেওয়া হল RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড। লালবাজারে বসেই জানা যাবে ডিউটিরত পুলিশের অবস্থান। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন কি না, তার ওপর এবার নজরদারি। খাস কলকাতা পুলিশ হেডকোর্য়াটারে বসেই টেকনোলজির ওপর ভরসা করেই চলবে নজরদারি।
লালবাজার সূত্রে খবর, পুলিশ কর্মীদের সাধারণ আইকার্ড বদলে ফেলার কাজ শুরু হয়েছে। এখন থেকে সমস্ত পুলিশ কর্মীর গলায় ঝুলছে RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড। যার মাধ্যমে খুব সহজেই ডিউটি অবস্থায় এক পুলিশ কর্মীর অবস্থায় জানতে পারবে লালবাজার। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে সকল পুলিশ কর্মীকে এই অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি কার্ড ব্যবহার করতে নির্দেশ দিয়েছে লালবাজার। বাহিনীর কনস্টেবল থেকে ইন্সপেক্টর, সকলই থাকছে এই নজরদারির মধ্যে। এই কার্ডের চিপে একজন পুলিশ কর্মীর সমস্ত ডিটেলস থাকবে। এমনকি এই কার্ডের মাধ্যমে হাজিরাও সুনিশ্চিত হবে বলেই লালবাজার সূত্রে খবর।
advertisement
advertisement
আইনশৃঙ্খলার ডিউটি বা কোনও বিশেষ দায়িত্ব থাকলে RFID পরে থাকতে হবে বলে নির্দেশ লালবাজারের। থানা এলাকায় আইনশৃঙ্খলা জনিত কর্মসূচি থাকলে সেই থানার ওসিকে RFID কার্ড রিডারের মাধ্যমে যাদের সেখানে ডিউটি পড়েছে তাঁদের অ্যাটেনডেন্স রেজিস্টার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
advertisement
ইতিমধ্যে প্রায় ১২০০০ পুলিশ কর্মীকে এই কার্ড দেওয়া হয়েছে। বাহিনীর বাকি সদস্যকে খুব তাড়াতাড়ি এই কার্ড দেওয়া হবে। শুধু যে ওসি, এএসআই বা কনস্টেবল এই কার্ড পরে ডিউটি করছেন এমন নয়, লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও এই কার্ড পরে ডিউটি করছেন। অভিযোগ ওঠে অনেক সময় আইন শৃঙ্খলার ডিউটির সময় দু’একজন এলাকা থেকে সরে যান। যে বিষয়টি পৌঁছেছে লালবাজারের কর্তাদের কানেও। তাই ডিউটিরত অবস্থায় দায়িত্ব ও কর্তব্য পালন করছেন কি না তা নজর রাখতেই এহেন উদ্যোগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: ডিউটির মাঝে কাজে ফাঁকি দিচ্ছে না তো পুলিশ? বাহিনীর সদস্যের অবস্থান লালবাজারের বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement