#কলকাতা: ফের অমিতের সভায় পুলিশের ‘না’ ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার আবেদন বাতিল করে দিল কলকাতা পুলিশ ৷ ১১ অগাস্ট কলকাতার রানি রাসমণি রোডে হওয়ার কথা ছিল অমিত শাহের সভা ৷
ফের বিজেপি সভাপতি অমিত শাহের সভা হওয়া নিয়ে জটিলতা ৷ ১১ অগাস্ট ধর্মতলায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে সভায় উপস্থিত থাকার কথা ছিল অমিত শাহের । কিন্তু এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজেপিকে জানিয়ে দেওয়া হয় ওই দিনে ওই স্থানে কংগ্রেস আগে থেকেই সভা করার জন্য অনুমতি চেয়ে রেখেছে ৷ তাই ওই স্থানে বিজেপিকে নতুন করে সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয় ৷
আরও পড়ুন
ডিভোর্স কেসে আদালতে হাজিরা, চোখ টানছে শোভন-বৈশাখির ‘রঙমিলান্তি’
অমিত শাহের সভা নিয়ে এখন প্রবল মতভেদ রাজ্য বিজেপিতে ৷ যুব মোর্চা চায় পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে, কিন্তু সংঘাতে রাজী নয় বিজেপির একাংশ। অন্যত্র সভার ভাবনা বিজেপির একটি অংশের তো রানি রাসমণিতেই সভা করার সিদ্ধান্তে অন্যপক্ষ ৷
আরও পড়ুন
আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Amit Shah's Rally, BJP, Kolkata Police