ভাড়াবাড়ির ভিতর থেকে এত দুর্গন্ধ! দরজা ভাঙতেই উদ্ধার কলকাতা পুলিশ কনস্টেবলের দেহ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ভাড়াবাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ! খবর পেয়ে সরশুনায় পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে উদ্ধার হয় কলকাতা পুলিশের কনস্টেবল সন্দীপ সিং-এর দেহ।
ভাড়াবাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ! খবর পেয়ে সরশুনায় পৌঁছয় পুলিশ। সন্ধ্যায় দরজা ভাঙতেই ভিতরে বীভৎস দৃশ্য। ঘরের মেঝেয় পড়েছিল কলকাতা পুলিশ কনস্টেবলের দেহ! সেই নিয়ে শোরগোল, আতঙ্ক এলাকায়!
শনিবার সন্ধ্যায় সরশুনা থানার অন্তর্গত ২৩, সোনামুখী রোডের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশের কনস্টেবল সন্দীপ সিং-এর দেহ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায়, সন্দীপ সিং মেঝেতে পড়ে আছেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত কনস্টেবল বর্তমানে ডিআরও, এসডব্লিউডি বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি কিছু দিন ধরে মেডিক্যাল রেস্টে ছিলেন। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 3:28 PM IST