Susovan Bhattacharjee
#কলকাতা: পেঁয়াজ নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন পরেও দাম কমছে না পেঁয়াজের। পাইকারি বাজারে টাস্ক ফোর্স ও পুলিশ অভিযানে গেলেও দাম কমার এখনও কোনও সম্ভাবনা নেই। এবার পোস্তা বাজার ও কোলে মার্কেট নিজেই পরিদর্শনে গেলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিন তিনি বাজারের প্রতিটি ক্রেতা, বিক্রেতার সঙ্গে কথা বলেন। প্রথমে জানতে চান বর্তমানে কত পিঁয়াজ মজুত রাখা হচ্ছে। কারণ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ৫০ মেট্রিক টনের পরিবর্তে ২৫ মেট্রিক টন পেঁয়াজ রাখার অনুমতি মিলেছে। তাই কলকাতা পুলিশ কমিশনার নিজে গিয়ে কত পেঁয়াজ মজুত আছে তার হিসাব নেন ৷ বর্তমানে পাইকারি ও খুচরো বাজারে দাম কত তাও তিনি জানতে চান খোদ বিক্রেতাদের থেকে। ক্রেতাদের সামনে পেয়ে তিনি বলেন দাম কি ঠিক নিচ্ছে? আদতে বর্তমান পরিস্থিতিতে দাম না কমলেও কালো বাজারি বা বেআইনিভাবে পেঁয়াজ মজুত আছে কিনা তা তিনি জেনে নেন। এদিন দু’টি বাজারের বিক্রেতাদের থেকে সঙ্গেও কথা বলেন তিনি ৷ কোনও অসুবিধা হলে বা বেআইনি ভাবে পেঁয়াজ মজুত থাকলে তাঁকে জানানোর কথাও বলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।