বাংলাদেশি মডেল গ্রেফতারের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য! ভুয়ো লেটার হেডে জালিয়াতি চক্র...

Last Updated:

বাড়িতেই খুলে বসেছিলেন অফিস, রেখেছিলেন একাধিক এজেন্টও। ১৮ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মমতাজউদ্দিনকে।

News18
News18
কলকাতা: বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেফতার মামলায় ব‍্যাঙ্কশাল আদালতে চাঞ্চল্যকর দাবি কলকাতা পুলিশের। একাধিক সরকারি দফতরের ভুয়ো বা জাল লেটার হেড তৈরি করে জালিয়াতি চক্র চালাচ্ছিলেন শেখ মমতাজউদ্দিন। বিডিও, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলরের লেটার হেড তৈরি করে দিতেন ভুয়ো সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ব‍্যবহার করেই আবেদন করা হত আধার ও ভোটারের।উদ্ধার হয়েছে একাধিক সরকারি অফিসারের নামে তৈরি রবার স্ট্যাম্প। নিজের বাড়িতেই খুলে বসেছিলেন অফিস, রেখেছিলেন একাধিক এজেন্টও। ১৮ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মমতাজউদ্দিনকে।
advertisement
ভুয়ো ভারতীয় নথি ব্যবহার করে শহরে বসবাসকারী এক বাংলাদেশি মডেল শান্তা পালকে (Shanta Paul) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ২০২০ সালে ইস্যু হওয়া একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে, যার ঠিকানা বর্ধমানে। একইসঙ্গে তার কাছ থেকে কলকাতার ঠিকানাযুক্ত আরও একটি আধার কার্ড এবং প্যান কার্ডও উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুনআমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে
তদন্তে জানা গিয়েছে, শান্তার স্বামী অন্ধ্র প্রদেশের বাসিন্দা। আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্যান কার্ডও। কীভাবে ও কোথা থেকে এই নথিগুলি তৈরি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
বাংলাদেশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী, শান্তা পালের বাংলাদেশে নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানকার বিনোদন জগতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকারে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলাদেশি মডেল গ্রেফতারের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য! ভুয়ো লেটার হেডে জালিয়াতি চক্র...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement