পুরনো নোট সংক্রান্ত আইনে মডেল কলকাতা পুলিশের চার্জশিট
Last Updated:
আইন চালুর ২৭ দিনের মাথাতেই নতুন আইনে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।
#কলকাতা: ডিমানিটাইজেশনের পর পুরনো নোট রাখা নিষিদ্ধ করে আইন পাস এনেছিল কেন্দ্র। আইন চালুর ২৭ দিনের মাথাতেই নতুন আইনে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।
৬৫ লক্ষ টাকার পুরনো নোট উদ্ধার হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে পুরনো নোট আইনে চার্জশিট দিয়েছে পুলিশ। ভবিষ্যতে দেশের সব আদালতে এই ধরণের মামলায় মডেল হতে চলেছে কলকাতা পুলিশের এই নোট চার্জশিট। ইটিভি নিউজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।
ডিমানিটাইজেশনের পর পুরনো নোট রুখতে আইন এনেছে কেন্দ্র। আইন কার্যকরের মাত্র ২৭ দিনের মাথায় সেই আইনে প্রথম চার্জশিট দিল কলকাতা পুলিশ। সম্ভবত দেশের মধ্যে প্রথম এই আইনে চার্জশিট জমা পড়ল। নতুন আইন ও তা কার্যকরে যা মডেল হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
-২৮ ফেব্রুয়ারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নতুন আইন প্রণয়ন
-নোট বাতিলে কার্যকর হয় দ্য স্পেসিফায়েড ব্যাঙ্ক নোট ( সিশেশন) অফ লায়েবিলিটি ২০১৭
- আইনের ৫ নম্বর ধারায় বলা আছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট কারোর কাছে উদ্ধার হলে এই আইনে তা অপরাধ বলে গণ্য হবে
- ৭ নম্বর ধারায় শাস্তির নিদান
advertisement
- ১০ হাজার টাকা বা উদ্ধার হওয়া পুরনো নোটের কমপক্ষে ৫ গুণ টাকা জরিমানা
কোন ঘটনায় নোট আইনে চার্জশিট দিল কলকাতা পুলিশ?
আইনজীবী সন্তু চক্রবর্তীর কাছে ৬৪ লক্ষ টাকা পুরনো নোটে ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার হয়
এই ঘটনাতেই ২৭ দিনের মাথায় নয়া নোট আইনে চার্জশিট দিল পুলিশ
advertisement
শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ বৃহস্পতিবার
অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক শুভজিৎ রায় চার্জশিট গ্রহণ করেছেন
এর আগে শ্লীলতাহানির ঘটনায় ১ দিনে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার নজির রয়েছে গড়ফা থানার। একইভাবে পুরনো নোট আইনেও দ্রুততম সময়ে চার্জশিট দিল কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2017 12:43 PM IST