Durga Puja 2023: পুজোর সময় চলবে কড়া নজরদারি, ৬৭৫ পুজো কমিটিকে নিয়ে বৈঠক কলকাতা পুলিশের

Last Updated:

Durga Puja 2023: পুলিশ কমিশনার জানিয়েছেন, পুজোর দিনগুলিতে বাড়তি নজরদারি চালাবেন ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

পুজোর সময় চলবে কড়া নজরদারি
পুজোর সময় চলবে কড়া নজরদারি
কলকাতা: প্রতি বছরের মতন এ বছরও সিসিটিভি ক্যামেরায় নজরদারি যেমন ভাবে চলবে একই সঙ্গে চলবে  পুলিশি নজরদারি। থাকবে কলকাতা পুলিশের উইনারস টিম, রাস্তায় নেমে নজরদারি চালাবেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। রাত দুটোর পরে বাইকের দৌরাত্ম বাড়ে, তাই নজরদারি বাড়ানোর বিষয়টি পুলিশকে জানিয়েছে পুজো কমিটিগুলি। পুলিশ কমিশনার জানিয়েছেন, পুজোর দিনগুলিতে বাড়তি নজরদারি চালাবেন ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
রাতে ট্রাফিক ব্যবস্থার উপরেও চলবে বিশেষ নজরদারি। রাশ ড্রাইভিং এবং ড্রিঙ্ক এন্ড ড্রাইভ রোখার জন্য তৎপর কলকাতা পুলিশ। পুজো কমিটির তরফে অনুরোধে জানানো হয়েছে যেখানে যেখানে আলো কম রয়েছে বা যে সমস্ত রাস্তাগুলিতে আলো নেই সেই সমস্ত রাস্তাগুলিতে আলো বাড়ানোর অনুরোধ করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। বিশেষ করে দুর্গাপুর ব্রিজের কাছে আলো বাড়ানোর কথা জানানো হয় পুলিশকে।
advertisement
advertisement
এবার রাস্তায় রাস্তায় কলকাতা পুলিশের তরফে ডিজিটাল ডিসপ্লে বোর্ড করা হবে। সেই ডিসপ্লে বোর্ড থেকে দর্শনার্থীরা জানতে পারবেন তারা পুজোর লাইনে দাঁড়িয়ে কত সময়ের মধ্যে পুজো প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন। আনুমানিক একটি সময় সেই ডিসপ্লেতে দেখতে পারবেন দর্শনার্থীরা।
advertisement
পুজো প্যান্ডেলের প্রবেশ পথ এবং বেরোনোর পথে আলাদা করে নজরদারি করবে কলকাতা পুলিশ। পুজো কমিটিগুলিতে ভিজিটেড সময় সেগুলিকে দেখে নেবে কলকাতা পুলিশ। যাতে হঠাৎ করে কোনও কারণে ভিড় বেশি হলে সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া যায়। ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো কমিটিগুলিকে সজাগ থাকার বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। দক্ষিণ কলকাতা ও বন্দর এলাকায় রাস্তা খারাপ থাকার বিষয়টি পুলিশের নজরে আনে পুজো কমিটি গুলি। লেজার লাইট ব্যবহারের ক্ষেত্রে ভিজিটের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কলকাতা পুলিশ।পাশাপাশি পুজো প্যান্ডেলের প্রবেশ পথ এবং বেরোনোর পথে আলাদা করে নজরদারি করবে কলকাতা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: পুজোর সময় চলবে কড়া নজরদারি, ৬৭৫ পুজো কমিটিকে নিয়ে বৈঠক কলকাতা পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement