নোট বাতিলের পর অনলাইন লেনদেনের রমরমা, সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে বিশেষ ট্রেনিং

Last Updated:

দিনকাল বদলেছে, এখন আর শহরের অলিগলিতে চোর ডাকাতের দেখা মেলে না ৷ বরং আন্তর্জালের অলিগলিতে নিত্যনতুন শিকার খুঁজে বেড়ায় অপরাধী ৷

#কলকাতা: দিনকাল বদলেছে, এখন আর শহরের অলিগলিতে চোর ডাকাতের দেখা মেলে না ৷ বরং আন্তর্জালের অলিগলিতে নিত্যনতুন শিকার খুঁজে বেড়ায় অপরাধী ৷ বন্দুক-পিস্তলের জোরে নয়, মাউসের সামান্য একটা ক্লিকেই হাপিস লাখ লাখ টাকা ৷ মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে চম্পট দিচ্ছে অপরাধীরা ৷ কিন্তু চোখের সামনে থাকলেও এমন চোর-ডাকাতের সন্ধান পেতেই ঘাম ছুটছে পুলিশের ৷ ঢালঢোল পিটিয়ে বিশেষ সাইবার ক্রাইম সেল খোলা হলেও প্রশিক্ষিত লোকের অভাবে বেশিরভাগ সময় অধরাই রয়ে যাচ্ছে অপরাধীরা ৷
নোট বাতিলের পর থেকে জোর দেওয়া হচ্ছে ক্যাশলেস পেমেন্টে ৷ নগদ সঙ্কটে অনলাইন লেনদেনেই ঝুঁকেছে মানুষ ৷ এমতাবস্থায় সাইবার হ্যাকারদের রমরমা ৷  ডিজিট্যাল পেমেন্টে অনঅভিজ্ঞ মানুষদের ঠকাতে ফাঁদ পাতছে প্রতারক ৷
তাই সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে প্রশিক্ষিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হল ৷ সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশকেও হ্যাকারদের মতো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেও ক্রমাগত বেড়ে চলেছে অপরাধের সংখ্যা ৷ কখনও ফেস প্রোফাইল তৈরির অভিযোগ, কখনও কুরুচিকর পোস্ট করে অপমান, কখনও আবার ছবি বিকৃত করে মহিলাকে বদনাম ৷ এ বিষয়েও নজরদারি রাখতে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ ৷
advertisement
advertisement
vlcsnap-4931-08-17-09h33m08s841
শুধু তাই নয়, অনলাইন ট্রান্সজাকশন ও ডিজিট্যাল লেনদেনের ফায়দা তুলে অসাধু উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা ৷ পরিচয় গোপন করে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে বিশেষ ট্রেনিং নিচ্ছে কলকাতা পুলিশ ৷ হ্যাকিং ঠেকাতেও বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে কলকাতার পুলিশ বিভাগকে ৷
advertisement
সাইবার অপরাধী ধরতে কলকাতা পুলিশের বাছাই করা অফিসারদের ট্রেনিং দিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ দল ৷ প্রশিক্ষণ নিচ্ছেন গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর ও একবালপুর থানার একজন করে এসআই ৷ এছাড়া গোয়েন্দা বিভাগ ও সিআইডি-র একজন করে ইনস্পেক্টরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ৷ পরবর্তীকালে সাইবার ক্রাইম শাখাকে শক্তিশালী করতে ভূমিকা নেবেন বর্তমানের ট্রেনিং প্রাপ্তরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিলের পর অনলাইন লেনদেনের রমরমা, সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে বিশেষ ট্রেনিং
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement