নোট বাতিলের পর অনলাইন লেনদেনের রমরমা, সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে বিশেষ ট্রেনিং

Last Updated:

দিনকাল বদলেছে, এখন আর শহরের অলিগলিতে চোর ডাকাতের দেখা মেলে না ৷ বরং আন্তর্জালের অলিগলিতে নিত্যনতুন শিকার খুঁজে বেড়ায় অপরাধী ৷

#কলকাতা: দিনকাল বদলেছে, এখন আর শহরের অলিগলিতে চোর ডাকাতের দেখা মেলে না ৷ বরং আন্তর্জালের অলিগলিতে নিত্যনতুন শিকার খুঁজে বেড়ায় অপরাধী ৷ বন্দুক-পিস্তলের জোরে নয়, মাউসের সামান্য একটা ক্লিকেই হাপিস লাখ লাখ টাকা ৷ মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে চম্পট দিচ্ছে অপরাধীরা ৷ কিন্তু চোখের সামনে থাকলেও এমন চোর-ডাকাতের সন্ধান পেতেই ঘাম ছুটছে পুলিশের ৷ ঢালঢোল পিটিয়ে বিশেষ সাইবার ক্রাইম সেল খোলা হলেও প্রশিক্ষিত লোকের অভাবে বেশিরভাগ সময় অধরাই রয়ে যাচ্ছে অপরাধীরা ৷
নোট বাতিলের পর থেকে জোর দেওয়া হচ্ছে ক্যাশলেস পেমেন্টে ৷ নগদ সঙ্কটে অনলাইন লেনদেনেই ঝুঁকেছে মানুষ ৷ এমতাবস্থায় সাইবার হ্যাকারদের রমরমা ৷  ডিজিট্যাল পেমেন্টে অনঅভিজ্ঞ মানুষদের ঠকাতে ফাঁদ পাতছে প্রতারক ৷
তাই সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে প্রশিক্ষিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হল ৷ সাইবার ক্রাইম ঠেকাতে পুলিশকেও হ্যাকারদের মতো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেও ক্রমাগত বেড়ে চলেছে অপরাধের সংখ্যা ৷ কখনও ফেস প্রোফাইল তৈরির অভিযোগ, কখনও কুরুচিকর পোস্ট করে অপমান, কখনও আবার ছবি বিকৃত করে মহিলাকে বদনাম ৷ এ বিষয়েও নজরদারি রাখতে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ ৷
advertisement
advertisement
vlcsnap-4931-08-17-09h33m08s841
শুধু তাই নয়, অনলাইন ট্রান্সজাকশন ও ডিজিট্যাল লেনদেনের ফায়দা তুলে অসাধু উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা ৷ পরিচয় গোপন করে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে বিশেষ ট্রেনিং নিচ্ছে কলকাতা পুলিশ ৷ হ্যাকিং ঠেকাতেও বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে কলকাতার পুলিশ বিভাগকে ৷
advertisement
সাইবার অপরাধী ধরতে কলকাতা পুলিশের বাছাই করা অফিসারদের ট্রেনিং দিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ দল ৷ প্রশিক্ষণ নিচ্ছেন গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর ও একবালপুর থানার একজন করে এসআই ৷ এছাড়া গোয়েন্দা বিভাগ ও সিআইডি-র একজন করে ইনস্পেক্টরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ৷ পরবর্তীকালে সাইবার ক্রাইম শাখাকে শক্তিশালী করতে ভূমিকা নেবেন বর্তমানের ট্রেনিং প্রাপ্তরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিলের পর অনলাইন লেনদেনের রমরমা, সাইবার ক্রাইম ঠেকাতে কলকাতা পুলিশকে বিশেষ ট্রেনিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement