Kolkata News: ভরসন্ধ্যেয় চলল গুলি! পঞ্চমীর কলকাতায় আচমকা তুমুল উত্তেজনা...

Last Updated:

Kolkata News: মহাপঞ্চমীর সন্ধেতেই গুলির আওয়াজে ছড়িয়ে পড়ল তীব্র উত্তেজনা।

মহাপঞ্চমীতে গুলি
মহাপঞ্চমীতে গুলি
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ঘটনার সময় রেড রোডে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন-এর তাঁবুর সামনে কয়েক জনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন সেই সংস্থার এক প্রশিক্ষক (Kolkata News)। সে সময় দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরবাইকে করে ওই প্রশিক্ষকের কাছে এসে বাস্কেটবল খেলা শিখতে চান বলে জানান। সে বিষয়ে কথাবার্তাও বলতে চান বলে জানিয়েছিলেন তাঁরা।
advertisement
advertisement
আচমকাই শূন্যে গুলি ছোড়েন ওই বাইকআরোহীরা (Firing on Red Road)। এর পর সেখান থেকে চম্পট দেন। যদিও গুলিচালনায় কেউ হতাহত হননি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে ময়দান থানায় (Firing on Red Road)। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। হদিশ মেলেনি অভিযুক্তদেরও। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই গুলি? পুরনো শত্রুতা নাকি অন্যকিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রবিবার রেড রোড এলাকায় মোটরবাইকে করে এসে শূন্যে গুলি চালান দু’জন। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমে ওই বাইকআরোহীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে পঞ্চমীর দিনে খাস কলকাতার বুকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: ভরসন্ধ্যেয় চলল গুলি! পঞ্চমীর কলকাতায় আচমকা তুমুল উত্তেজনা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement