Bangla News: আমার দুর্গা! অস্ত্রোপচার সফল করে রোগীর প্রাণ বাঁচিয়ে বিয়ের মণ্ডপে ডাক্তার কনে, চতুর্থীতেই বিরাট উৎসব ঘরে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News: কন্যাদানের আগেই জীবন দান! বাবা-মেয়ের যুগলবন্দিতে পুজোর মুখেই বাঁচলো প্রাণ।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রকাণ্ড ওই টিউমার পেট কেটে বের করা সহজ ছিল না। দীপঙ্কর সরকার অর্ণবকে রেফার করেন ডা. মাখনলাল সাহার কাছে। এসএসকেএম হাসপাতালের অস্ত্রোপচারের বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, দক্ষ শল্য চিকিৎসক মাখনলাল। তাঁর কথায়, “প্রথমটায় উনি ধরতে পারেননি। পেটটা ভার ভার থাকত। সব সময় বমি বমি ভাব। শেষ তিন-চার মাস ধরে সাংঘাতিক অবস্থা।”
advertisement
advertisement
advertisement
কিন্তু নাছোড়বান্দা হবু কনেকে আটকানো যায়নি। দীর্ঘ অস্ত্রোপচারের পর পেট কেটে বের করা হয়েছে ১০ কেজি ওজনের টিউমারটি। অস্ত্রোপচার শেষে দক্ষিণ কলকাতার নাকতলার কনের গাড়ি ছুটেছে বাইপাসের ধারের অভিজাত হোটেলের পথে। সেখানেই বিয়ের মণ্ডপ। কনের বাবাও কন্যাদান করেন জীবন দানের পরেই। প্রখ্যাত এই চিকিৎসক এদিন বলেন, প্রতিটি মেয়েই আসলে দশভুজা, অবলীলায় যাঁরা সামলাচ্ছেন সংসার থেকে কর্মক্ষেত্র।