Kolkata News: ভরসন্ধ্যায় নাবালিকার যৌন হেনস্থা পাটুলিতে, প্রতিবাদ করে অভিযুক্তকে সপাটে চড় মহিলার, পরমুহূর্তেই যা ঘটে
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kolkata News: সন্ধ্যায় টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। সেইসময়ই নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ উঠল পাটুলিতে। দেখা যায় ১১ বছরের নাবালিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
কলকাতা: সন্ধ্যায় টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। সেইসময়ই নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ উঠল পাটুলিতে। দেখা যায় ১১ বছরের নাবালিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘটনা বেগতিক বুঝেই এক মহিলা প্রতিবাদ করেন এবং ওই ব্যক্তিকে চড় মারতেই পালিয়ে যান। পরে পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায় বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। বাঘাযতীন স্টেশন রোড সংলগ্ন এক এলাকায় ওই নাবালিকার পিছু নিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর হঠাৎই ওই নাবালিকার হাত ধরে অশালীন আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ। নাবালিকা হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যক্তি নাবালিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
advertisement
advertisement
ঘটনা দেখে প্রতিবাদ করেন স্থানীয় এক মহিলা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাত থেকে নাবালিকাকে বাঁচাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। সপাটে চড় মারেন ওই ব্যক্তিকে। এরপরই অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তি পালিয়ে যান।
advertisement
নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপরই নাবালিকার পরিবারের তরফে পাটুলি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও ওই অভিযুক্তর খোঁজ পাওয়া যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2025 2:42 PM IST










