Kolkata News: গলায় ঢোকানো শাবল, রক্ত গলায় কলকাতার রাস্তায় ছুটছে এক ব্যক্তি! মুহূর্তেই সব শেষ, চেতলায় হাড়হিম ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে অশোকের। ঠিক কী কারণে খুন করা হয়, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা: কলকাতায় প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগ, তাও একেবারে চেতলা এলাকায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে। মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। তাঁর গলায় একটি শাবল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাচক্রে দুর্ঘটনাস্থলটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত।
advertisement
অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে অশোকের। ঠিক কী কারণে খুন করা হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চেতলা থানার তরফে আধিকারিকরা ভিডিওগ্রাফি করেছেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া এক আইনজীবীর চেম্বারের সামনের ফুটপাতে বসেছিল মদের আসর। সেই সময়েই অন্য এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অশোক। আর সেই ঝামেলার মধ্যেই তাঁর গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। আহত অবস্থাতেই ওই ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
advertisement
কিন্তু প্রচুর রক্তক্ষরণের ফলে রাস্তার পাশেই পড়ে যান তিনি। সেই সময়ে পথচলতিরা তাঁকে দেখেন এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 9:55 AM IST

