Kothha Serial: আর দেখা হবে না, শ্যুটিং শেষে সাহেবকে জড়িয়ে হাউহাউ করে কান্না! চোখে জল সকলের

Last Updated:
জনপ্রিয় সিরিয়ালে সাহেব-সুস্মিতা জুটি ছিল নজরকাড়া৷ এমনকী বাস্তবে তাঁদের প্রেম রয়েছে,এমন গুঞ্জনও ছড়িয়েছে।
1/6
শেষ হয়েছে কথা সিরিয়াল৷ স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালে সাহেব-সুস্মিতা জুটি ছিল নজরকাড়া৷ এমনকী বাস্তবে তাঁদের প্রেম রয়েছে,এমন গুঞ্জনও ছড়িয়েছে। পুজোর আগেই হয়েছে কথার শেষ শ্যুটিং। এক বছর ১০ মাসের ঠিক মাথায় শেষবার ছোটপর্দায় দেখা যাবে সকলের প্রিয় জুটি কথা ও এভিকে।
শেষ হয়েছে কথা সিরিয়াল৷ স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালে সাহেব-সুস্মিতা জুটি ছিল নজরকাড়া৷ এমনকী বাস্তবে তাঁদের প্রেম রয়েছে,এমন গুঞ্জনও ছড়িয়েছে। পুজোর আগেই হয়েছে কথার শেষ শ্যুটিং। এক বছর ১০ মাসের ঠিক মাথায় শেষবার ছোটপর্দায় দেখা যাবে সকলের প্রিয় জুটি কথা ও এভিকে।
advertisement
2/6
এর আগে অভিনেত্রীর একটি পোস্টে সে কথা অনেকটা স্পষ্ট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করেছিলেন পর্দার ‘কথা’ তথা সুস্মিতা দে। তাঁকে অনেকে আবার পর্দার ‘গোবরদেবী’ বলেও ডাকেন। এই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল ‘কথা’র সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে জুটি।
এর আগে অভিনেত্রীর একটি পোস্টে সে কথা অনেকটা স্পষ্ট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করেছিলেন পর্দার ‘কথা’ তথা সুস্মিতা দে। তাঁকে অনেকে আবার পর্দার ‘গোবরদেবী’ বলেও ডাকেন। এই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল ‘কথা’র সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে জুটি।
advertisement
3/6
সুস্মিতা আরও লিখেছেন, ‘কথা ও এভি অনেক ওঠাপড়ার সাক্ষী। সবকিছু সামলে আবারও এগিয়ে গিয়েছে তারা। আসলে এটাই তো জীবন। কিন্তু সব শুরুরই তো একটা শেষ থাকে। ঠিক সে ভাবেই আমাদের পথচলাও শেষ হলো। কথাকলি গুহকে অনেক ধন্যবাদ। পাচকমশাইকে অনেক ধন্যবাদ গোবরদেবীকে সহ্য করার জন্য। কথা-এভি গুহ পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছে। অনেক ভালোবাসা দিয়েছে। আপনাদের ভালোবাসতে শিখিয়েছে। সম্পর্কের গভীরতা শিখিয়েছে। তেলে-জলেই মিশে গেল, কী বলেন? আমার গোটা ‘কথা’ টিমকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’
সুস্মিতা আরও লিখেছেন, ‘কথা ও এভি অনেক ওঠাপড়ার সাক্ষী। সবকিছু সামলে আবারও এগিয়ে গিয়েছে তারা। আসলে এটাই তো জীবন। কিন্তু সব শুরুরই তো একটা শেষ থাকে। ঠিক সে ভাবেই আমাদের পথচলাও শেষ হলো। কথাকলি গুহকে অনেক ধন্যবাদ। পাচকমশাইকে অনেক ধন্যবাদ গোবরদেবীকে সহ্য করার জন্য। কথা-এভি গুহ পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছে। অনেক ভালোবাসা দিয়েছে। আপনাদের ভালোবাসতে শিখিয়েছে। সম্পর্কের গভীরতা শিখিয়েছে। তেলে-জলেই মিশে গেল, কী বলেন? আমার গোটা ‘কথা’ টিমকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’
advertisement
4/6
সিরিয়ালের শেষদিন শ্যুটিং-এর সময় কান্নায় ভাসালেন সকলে৷ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন সিরিয়ালের বহু অভিনেতা৷ সাহেব চট্টোপাধ্যায়েরও চোখ ছলছল করছিল৷
সিরিয়ালের শেষদিন শ্যুটিং-এর সময় কান্নায় ভাসালেন সকলে৷ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন সিরিয়ালের বহু অভিনেতা৷ সাহেব ভট্টাচার্য চোখ ছলছল করছিল৷
advertisement
5/6
সাম্প্রতিক সময়ে জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের পর অনস্ক্রিন জুটিকে নিয়ে দর্শকের উন্মাদনা শেষবার দেখা গিয়েছে 'কথা' ধারাবাহিকের ক্ষেত্রে।
সাম্প্রতিক সময়ে জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের পর অনস্ক্রিন জুটিকে নিয়ে দর্শকের উন্মাদনা শেষবার দেখা গিয়েছে 'কথা' ধারাবাহিকের ক্ষেত্রে।
advertisement
6/6
এই ধারাবাহিক থেকে সবচেয়ে বড় পাওয়া দর্শকের ভালবাসা- বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই কথা বারবার বলেছেন সাহেব। তবে গল্প যেভাবে এগিয়েছে তাতে আর বিশেষ কিছু দেখানোর বাকি ছিল না এই ধারাবাহিকে। কারণ ইতিমধ্যেই দর্শক দেখেছেন কথা এভির সন্তানদের। এখন সেভাবেই এগোচ্ছে গল্প। এরপর দেখাতে হলে সন্তানদের বড় হওয়া দেখানো ছাড়া আর কোন রাস্তা ছিল না
এই ধারাবাহিক থেকে সবচেয়ে বড় পাওয়া দর্শকের ভালবাসা- বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই কথা বারবার বলেছেন সাহেব। তবে গল্প যেভাবে এগিয়েছে তাতে আর বিশেষ কিছু দেখানোর বাকি ছিল না এই ধারাবাহিকে। কারণ ইতিমধ্যেই দর্শক দেখেছেন কথা এভির সন্তানদের। এখন সেভাবেই এগোচ্ছে গল্প। এরপর দেখাতে হলে সন্তানদের বড় হওয়া দেখানো ছাড়া আর কোন রাস্তা ছিল না
advertisement
advertisement
advertisement