Kothha Serial: আর দেখা হবে না, শ্যুটিং শেষে সাহেবকে জড়িয়ে হাউহাউ করে কান্না! চোখে জল সকলের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
জনপ্রিয় সিরিয়ালে সাহেব-সুস্মিতা জুটি ছিল নজরকাড়া৷ এমনকী বাস্তবে তাঁদের প্রেম রয়েছে,এমন গুঞ্জনও ছড়িয়েছে।
advertisement
advertisement
সুস্মিতা আরও লিখেছেন, ‘কথা ও এভি অনেক ওঠাপড়ার সাক্ষী। সবকিছু সামলে আবারও এগিয়ে গিয়েছে তারা। আসলে এটাই তো জীবন। কিন্তু সব শুরুরই তো একটা শেষ থাকে। ঠিক সে ভাবেই আমাদের পথচলাও শেষ হলো। কথাকলি গুহকে অনেক ধন্যবাদ। পাচকমশাইকে অনেক ধন্যবাদ গোবরদেবীকে সহ্য করার জন্য। কথা-এভি গুহ পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছে। অনেক ভালোবাসা দিয়েছে। আপনাদের ভালোবাসতে শিখিয়েছে। সম্পর্কের গভীরতা শিখিয়েছে। তেলে-জলেই মিশে গেল, কী বলেন? আমার গোটা ‘কথা’ টিমকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’
advertisement
advertisement
advertisement
এই ধারাবাহিক থেকে সবচেয়ে বড় পাওয়া দর্শকের ভালবাসা- বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই কথা বারবার বলেছেন সাহেব। তবে গল্প যেভাবে এগিয়েছে তাতে আর বিশেষ কিছু দেখানোর বাকি ছিল না এই ধারাবাহিকে। কারণ ইতিমধ্যেই দর্শক দেখেছেন কথা এভির সন্তানদের। এখন সেভাবেই এগোচ্ছে গল্প। এরপর দেখাতে হলে সন্তানদের বড় হওয়া দেখানো ছাড়া আর কোন রাস্তা ছিল না
