Kolkata News: ছাদ থেকে লিফটের গর্তে পড়ে মর্মান্তিক পরিণতি শিশুর! হল না শেষরক্ষা, কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: অভিযোগ পেয়েই পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে। তল্লাশিতে ওই বাড়ির এক তলার লিফট ডাক্টের (Lift Duct) ভেতর অচৈতন্য অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।
কলকাতা: ছাদ থেকে লিফটের গর্তে পড়ে মৃত শিশু। মায়ের সঙ্গে ছাদে গিয়ে আর ফেরা হল না শিশুর। এন্টালি থানা এলাকার কনভেন্ট লেনে এক নির্মীয়মাণ বহুতলের লিফটের গর্তে পড়ে গিয়ে তিন বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম প্রীতম রাজবংশী। বয়স তিন বছর।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে ৪/৫১ কনভেন্ট লেনের বাসিন্দা রাজকুমার রাজবংশীর স্ত্রী কাজল কুমারী দেবী তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে ওই নির্মীয়মাণ জি+৩ (চার তলা) ভবনের ছাদে গিয়েছিলেন শুকোতে দেওয়া জামাকাপড় তুলতে। কাজ শেষে মা ছেলেকে নিচে নামতে বলেন। কিন্তু কাজল দেবী নিচে নেমে এসে দেখেন ছেলে পাশে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও প্রীতমের হদিস না মেলায় আতঙ্কিত পরিবার এন্টালি থানায় নিখোঁজ ডায়েরি করেন।
advertisement
অভিযোগ পেয়েই পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে। তল্লাশিতে ওই বাড়ির এক তলার লিফট ডাক্টের (Lift Duct) ভেতর অচৈতন্য অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে তাকে এনআরএস (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
প্রশ্ন উঠছে, পর পর তৈরি হচ্ছে বিল্ডিং। পারমিশন আছে কি? চার তলা বাড়িতে লিফটের পারমিশন কি আছে?
advertisement
কাজল কুমারী : (মৃত ছেলেটির মা): কাপড় শুকোতে গিয়েছিলাম৷ কী করে হল জানি না।
সুধা মায়া দেবী: (মৃত ছেলেটির ঠাকুমা): বাড়িওয়ালা বলেছেন সাংবাদিকদের কিছু না বলতে। বললে ছেলে এবং বৌকে জেলে দেওয়া হবে৷ মৃত শিশুর দেহ দেব না। শাস্তি চাই।
অমল মল্লিক: (উদ্ধারকারী): রাত ৮ টায় আমি দেখি বাচ্চাটা জলের তলায় পড়ে আছে। আমি তুলে বাড়ির লোককে হাতে দিলাম। প্রায় ২ বছর ধরে নির্মাণ চলছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 1:15 PM IST










