Kolkata: ধ*র্ষ*ণ বা পকসোর ঘটনায় ৬০ দিনের মধ্যে দিতে হবে চার্জশিট, সমস্ত কলেজ এলাকায়...একাধিক বড় নির্দেশ নগরপালের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Kolkata: লালবাজারে মাসিক ক্রাইম কনফারেন্সের বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হল শহরের প্রতিটি থানাকে।
কলকাতা: লালবাজারে মাসিক ক্রাইম কনফারেন্সের বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হল শহরের প্রতিটি থানাকে। শহরের একাধিক কলেজে ইউনিয়নের নেতা ও দাদাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের। সেই সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট এলাকার থানাকে খতিয়ে দেখার নির্দেশ নগরপাল মনোজ ভার্মার, পাশাপাশি প্রতিটি কলেজের এবং কলেজ সংলগ্ন এলাকার সিসিটিভি সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে থানাগুলিকে।
যেকোনও তদন্তের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে এবং ধর্ষণ বা পকসোর মতো ঘটনার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ। পাশাপাশি হঠকারিতা না করে সঠিকভাবে যাতে তদন্ত হয় তাও নজরে রাখতে বলা হয়েছে পুলিশ কর্মীদের। প্রতিটি থানায় সর্বক্ষণ পর্যাপ্ত অফিসার রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রতিটি কলেজের এবং কলেজ সংলগ্ন এলাকার নিরাপত্তায় বাড়তি নজর পুলিশ প্রশাসনের। কসবা কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই ফের কলেজে ইউনিয়নের দাদাগিরি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কসবার পরেই আইআইএম কলেজের ঘটনা নিয়েও ফের নিরাপত্তা প্রশ্নের মুখে। ফলে কলেজে এবং সলগ্ন এলাকা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 12:17 PM IST