আলিপুর মিউজিয়ামে প্রবেশ মূল্য কত? মিউজিয়ামের ভেতরে কী কী থাকছে? জানুন খুঁটিনাটি
- Published by:Raima Chakraborty
Last Updated:
বুধবার আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: পুজোর আগেই আলিপুর মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে এই আলিপুর মিউজিয়ামে থাকছে ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বহু চর্চিত ইতিহাস নথিবদ্ধ থাকছে এই আলিপুর মিউজিয়ামের মধ্যেই। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের হেরিটেজকে সংরক্ষিত রেখেই এই মিউজিয়াম তৈরি হয়েছে বলেই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি নিয়েই আলিপুর মিউজিয়ামে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো।
প্রায় ৪০ মিনিটের হবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে প্রবেশ মূল্য থাকছে ১০০ টাকা। পাশাপাশি আলিপুর মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ মূল্য থাকবে ৩০ টাকা। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ থাকবে এই মিউজিয়ামের ভেতরে। এই আলিপুর সংশোধনাকারী একসময় বন্দী ছিলেন জহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায় এর মত ব্যক্তিত্বরা। তাঁরা জেলের যেসব কুঠুরিতে থাকতেন সেগুলিকে আগেই হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। সেই সব কুঠুরির সামনে তাঁদের মূর্তি এবং ফলক বসানো হয়েছে।
advertisement

advertisement

আরও পড়ুন: আন্দোলনের জেরে বন্ধ একাধিক রুটের বাস! আজ SBSTC-র সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী
স্বাধীনতা সংগ্রামে তাদের কী অবদান সংক্ষেপে তাও তুলে ধরা হয়েছে আলিপুর জেল ফাঁসিকাঠে মৃত্যুবরণ করেছিলেন দীনেশ গুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ মজুমদারের মতো স্বাধীনতা সংগ্রামীরা। সেই ফাঁসির মঞ্চটি কেও নতুন করে সাজানো হয়েছে। এই মিউজিয়াম এর ঢোকা থেকে বেরোনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সংশোধনাগারের স্বাধীনতার আগে ও পরে কি অবদান তার বিভিন্ন ইতিহাস রচিত হয়েছে। পাশাপাশি এই সংশোধনাগরের ভেতরে যে ওয়াচ টাওয়ার ছিল সেটিকেও মেরামত করা হয়েছে। লাগানো হয়েছে বাহারি আলো।
advertisement
আরও পড়ুন: স্বাদবদলের বাংলা ছবি, গা ছমছম 'জতুগৃহ'-র সন্ধান দিতে পর্দায় পরমব্রত-বনি-পায়েল
মিউজিয়ামের ভেতরে করা হয়েছে কফি শপ। সব মিলিয়ে এক নতুন আঙ্গিকে এই আলিপুর মিউজিয়ামকে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের ঢোকা থেকে বেরোনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পথনির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মিউজিয়ামের কোন জায়গায় কি দেখতে পাওয়া যাবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে ম্যাপ সহকারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 1:41 PM IST