স্বাদবদলের বাংলা ছবি, গা ছমছম 'জতুগৃহ'-র সন্ধান দিতে পর্দায় পরমব্রত-বনি-পায়েল

Last Updated:

এক ঝাঁক তারকা নিয়ে এই দীপাবলিতে  আসছে নতুন ছবি "জতুগৃহ"।

গা ছমছম 'জতুগৃহ'
গা ছমছম 'জতুগৃহ'
#কলকাতা: ভূতচতুর্দশী-কালীপুজো মানেই একটু ভয়ের এবং গা ছমছমে ব্যাপার। আর ঠিক সেই কথা মাথায় রেখেই এ বছর দীপাবলি ও ভূত চতুর্দশীর আগে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ' জতুগৃহ ' আজকাল সেই অর্থে বাংলাতে আর ভয়ের ছবি তৈরি হয় না। সেই কারণে পরিচালক ও প্রযোজক বেছে নিয়েছেন হরর জনারের মুভি।
এক ঝাঁক তারকা নিয়ে এই দীপাবলিতে  আসছে নতুন ছবি "জতুগৃহ"। মুক্তি পেল সেই ছবির অফিসিয়াল ট্রেলার। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সপ্তাশ্ব বসু। প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায় ।
কালিম্পংয়ের ধোঁয়াশা পাহাড়ি পরিবেশে এক গা ছমছম দৃশ্য উঠে এসেছে ট্রেলারের প্রতিটি ফ্রেমে। ট্রেলার জুড়ে রয়েছে এক ভূতুড়ে আবহ। যেখানে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে এক  চার্চের ফাদারের চরিত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন: চুলের রুক্ষ ভাব দূর করতে দারুণ কার্যকরী আমন্ড, জানুন ব্যবহারের নিয়ম
ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, পিয়ালি চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অংশু বাচ। ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে। পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন । টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ। ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত অভিনেতা ও কলাকুশলীরা। নেক্সজেন ভেঞ্চারের ব্যানারে আগামী ২১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীবারেই নয়া টালা সেতুর উদ্বোধন! নির্মাণের বিষয়ে কিছু তথ্য জানলে চমকে উঠবেন
পরমব্রত চট্টোপাধ্যায় মনে করেন, 'হরর জনারটি সকলের জন্য নয় কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যই ভয়ের ছবি তৈরি হয় কারণ যারা ভয় বিশ্বাসী বা প্রকৃত অর্থে ভয় পায় তারা হরর জনারটিকে সযত্নে এড়িয়ে চলেন তাই যখন একটি হরর ছবি তৈরি হয়েছে তখন আমি ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী'। ছবির আরেক অভিনেতা বনি সেনগুপ্তের মতে,' অনেকদিন পর বাংলায় একটি ভয়ের ছবি তৈরি হয়েছে যার টানটান চিত্রনাট্য ও অন্যান্য এলিমেন্টস দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে অন্তত আমার তো এটাই আশা'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বাদবদলের বাংলা ছবি, গা ছমছম 'জতুগৃহ'-র সন্ধান দিতে পর্দায় পরমব্রত-বনি-পায়েল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement