Kolkata News: বাংলা ভাষার জয়! বড় পরিবর্তন ঘটতে চলেছে কলকাতার দোকান-রেস্তোরাঁর সাইনবোর্ডে! শুনে আনন্দ পাবেন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata News: বাংলা ভাষাকেই গুরুত্ব দিতে হবে। কলকাতার সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এমনটাই জানিয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।
কলকাতাঃ বাংলা ভাষাকেই গুরুত্ব দিতে হবে। কলকাতার সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এমনটাই জানিয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন বাংলা ভাষাতে সাইনবোর্ড লিখতে হবে এই নির্দেশিকা জারি করা হয়েছিল।
আরও পড়ুনঃ গাদা গাদা ড্রাই ফ্রুট খাচ্ছেন? ‘এঁদের’ জন্য যমের সমান…! শীতে দফারফা করে দেবে শরীর
অক্টোবর মাসের অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় কলকাতায় বাংলা ভাষার গুরুত্বকে আরও বেশি করে দেওয়ার জন্য সমস্ত সাইনবোর্ডে বাংলার উপস্থিতির নিশ্চিত করার দাবি জানান। এমনকী কর্পোরেশনের সমস্ত বিজ্ঞপ্তি, চিঠি এবং নথিও বাংলায় প্রকাশ করা উচিত। মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভার যে নিয়ম রয়েছে সেটাই নতুন করে সার্কুলার দেওয়ার কথা বলেছিলেন। সেটাই কার্যকর করতে বলা হয়েছে।
advertisement

advertisement
আরও পড়ুনঃ একটি গাজরে দূর হবে সুগার, তরতরিয়ে কমবে ওজন! স্যলাডে নয়, রোজ এই ‘নিয়মে’ খান
প্রসঙ্গত বাম জমানায় ২০০৭ সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য শহরের দোকানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে নোটিস জারি করেছিলেন। যদিও তখন তা বাস্তবায়িত হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 7:47 PM IST