Kolkata news: বড় জালিয়াতি ফাঁস! নামি কোম্পানির নাম করে প্রতারণা! লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী দ্রব্য উদ্ধার

Last Updated:

Kolkata news: কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের চক্ষু চড়ক গাছ বড় বাজারের ব্রেবর্ন রোডের একটি গোডাউনে ঢুকে।

ড় জালিয়াতি ফাঁস! নামি কোম্পানির নাম করে লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী পণ্য উদ্ধার
ড় জালিয়াতি ফাঁস! নামি কোম্পানির নাম করে লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী পণ্য উদ্ধার
#কলকাতা: অনেকেই প্রতিদিন ত্বকে প্রসাধনী ব্যবহার করেন। বেশিরভাগই নেলপলিশ থেকে শুরু করে কাজল, পাউডার কিংবা ফেসওয়াশ নির্ভরযোগ্য দামি কোম্পানিই ব্যবহার করার চেষ্টা করেন। সেই হিসেবেই বেশি দাম দিয়ে বিশ্বাসযোগ্য দোকান থেকেই কেনেন ক্রেতারা। এতদিন সবাই এটাই ভেবে এসেছেন। কিন্তু আজ কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের চক্ষু চড়ক গাছ বড় বাজারের ব্রেবর্ন রোডের একটি গোডাউনে ঢুকে।
উদ্ধার হয় বড় বড় প্রসাধনী কোম্পানির নকল প্রোডাক্ট। এই নকল প্রোডাক্টগুলি দেখে আসলের সঙ্গে একেবারে আলাদা করা যায় না। পুলিশ সূত্রে খবর,আজ দুপুর নাগাদ কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৩/১/২ আর্মেনিয়া স্ট্রিটের একটি দোকানে হানা দেয়। আগে থেকেই অভিযোগ ছিল ওই দোকানে প্রচুর পরিমাণে নামী দামি কোম্পানির নকল প্রসাধন সামগ্রী হোলসেল হচ্ছে। চোখের কাজল থেকে আইলাইনার, ফেসপ্যাক,লিপস্টিক সমস্ত কিছু ওখানে বিক্রি হচ্ছে যা নকল।
advertisement
advertisement
কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক যুগল কিশোর দাঁ ওই দোকানে গিয়ে দু'লক্ষ টাকা পরিমাণে নামী দামি কোম্পানির প্রসাধনী উদ্ধার করে। গোয়েন্দারা জানতে পারে প্রথম সারির বেশ বড় কোম্পানির সমস্ত প্রসাধনী নকল বিক্রি হচ্ছিল। শুধু আজ নয়। দীর্ঘ দিন ধরে এখানে এই ধরনের সামগ্রী বিক্রি হচ্ছিল। এই ধরনের নকল সামগ্রীর বিষয়ে বিশেষজ্ঞরা জানান, নকল প্রসাধনের তৈরিতে যা ব্যবহার করা হয়,সেগুলির মান নিশ্চিত খারাপ হতে পারে।
advertisement
যার ফলে চোখের সংস্পর্শে গেলে,চোখের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। ত্বকের সমস্যা তৈরি হতে পারে। আদতে নকল সামগ্রী মানব শরীরের পক্ষে ভয়ঙ্কর বিপদের।  এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বড়বাজার থানায় কপি রাইট অ্যাক্টে ও প্রতারণার মামলা করেছে ওই দোকানদারের নামে। তবে দোকানের মালিক ঘটনাস্থলে ছিল না। ম্যানেজার আজারুদ্দিন খান পুলিশের প্রশ্নে সেরকম কোনও সন্তুষ্টজনক উত্তর দিতে পারেননি।  তবে এই চক্র আরও কাজ করছে বলে ধারণা গোয়েন্দাদের। সেদিকে নজর রেখেছেন তাঁরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata news: বড় জালিয়াতি ফাঁস! নামি কোম্পানির নাম করে প্রতারণা! লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী দ্রব্য উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement