টালিগঞ্জ-নিউটাউন-সোদপুর, কোথাও বাদ নেই! কোমরবেঁধে তল্লাশি চালাচ্ছে সিবিআই
- Published by:Raima Chakraborty
Last Updated:
সকাল ৭টা থেকেই একে একে বেরোতে থাকে তদন্তকারীদের গাড়ি।
#কলকাতা: সকাল থেকেই শহরের বিভিন্ন অংশে অভিযানে সিবিআইয়ের দল। সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই তৎপরতা দেখা যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সকাল ৭টা থেকেই একে একে বেরোতে থাকে তদন্তকারীদের গাড়ি।
প্রথম ৪টি গাড়ি গিয়ে পৌঁছয় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়। একটি উঁচু পাচিল ঘেরা প্রাসাদসম বাড়ির সামনে গিয়ে পৌঁছয় সিবিআইয়ের চারটি গাড়ি। বাড়ির নাম ঝুনঝুনওয়ালা হাউস। মিনিট পাঁচেক অপেক্ষা করার পরে নিরাপত্তারক্ষীরা দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করেন তারা। ভেতরে প্রবেশ করেই ভেতর থেকে বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেন তারা, ভেতর থেকে কেউ যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করেন তারা।
advertisement
আরও পড়ুন: 'সঙ্গ দোষে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়', কার উদ্দেশ্যে বললেন মমতা? তুঙ্গে জল্পনা
সিবিআই সূত্রের খবর, ২০১৭ সালে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ১৮৪ কোটি ৪৩ লক্ষ টাকা ঋণ খেলাপির অভিযোগ দায়ের করা হয় রামস্বরূপ ইন্ডাস্ট্রিস লিমিটেড নামের একটি বেসরকারি ফার্মের বিরুদ্ধে। ২০২১ সালের নভেম্বর মাসে গ্রেফতার করা হয় বেসরকারি সংস্থাটির অন্যতম ডিরেক্টর আশিস ঝুনঝুনওয়ালাকে। সেই সংস্থাটির আরও চারজন ডিরেক্টরের খোঁজে জিজ্ঞাসাবাদ চালাতেই ঝুনঝুনওয়ালা হাউসে আসেন সিবিআই এর আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু মহিলার, এ নিয়ে দ্বিতীয়! পুজোর মুখে বাড়ছে আতঙ্ক
সকাল থেকে প্রায় আট ঘণ্টার বেশি অতিক্রান্ত হয়ে গেলেও এখনও চলছে তদন্ত অভিযান। শুধুমাত্র টালিগঞ্জ নয়, পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন কেসের সূত্রে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা। সোদপুরের রাজেন্দ্র পল্লীতে অভিযান চালিয়ে আটক করা হয় সুব্রত মালাকার নামের এক ব্যক্তিকে। অভিযান চালানো হয় নিউটাউনের জগতপুর এলাকায়ও।
advertisement
সিবিআই সূত্রের খবর, সিবিআই হেফাজতে থাকা রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করে দীপঙ্কর হীরা নামের নিউটাউন এলাকার এই ব্যবসায়ীর খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দীপঙ্কর হীরার বাড়িতে পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সকাল ৯ টা থেকে শুরু করে এখানেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং অভিযান চালায় সিবিআইয়ের গোয়েন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 8:30 PM IST

