Kolkata News: দুর্গা পিথুরী লেন-এ খুশির হাওয়া! বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির হস্তান্তর শুরু, কথা রাখল মেট্রো
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata News: কথা রাখল মেট্রো রেলওয়ে, বলছেন আধিকারিকরা। অনেক দেরি হয়ে গেল, বলছেন ক্ষতিগ্রস্তরা।
কলকাতা: কথা রাখল কলকাতা মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের টানেল নির্মাণের সময় বৌবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামত কাজ এবং মেরামত করা বাড়িগুলো হস্তান্তরের কাজ শুরু হয়েছে। এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ টানেলিং কাজের সময় খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা এবং খুব পুরনো এই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বিপর্যয়ের পরে, নির্মাণকারী কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এই করিডোরের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে সমস্ত ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামত এবং এই এলাকার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। অবশেষে শুরু হল সেই কাজ।
উল্লেখ্য, বর্তমানে এই প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার মুখে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামতি ও পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছে কেএমআরসিএল। ইতিমধ্যে ৬বি দুর্গা পিথুরী লেনের ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামত করে বাসযোগ্য অবস্থায় তার মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাড়ি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চার সদস্যের পরিবার।
বর্তমানে ১৯/১এ দুর্গা পিথুরী লেন এবং ১২ মদন দত্ত লেনের দুটি বাড়ির মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি বাড়ির প্রায় ৭০ শতাংশ মেরামতের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এই দুটি বাড়ি তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলেও আশা করা হচ্ছে। আরেকটি বাড়ি ১/৪, দুর্গা পিথুরী লেনের মেরামতের কাজ সবে শুরু হয়েছে। ১৯ নম্বর, দুর্গা পিথুরী লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের কাজ শীঘ্রই শুরু হবে।
advertisement
advertisement
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা এই ক্ষতিগ্রস্থ ঘরগুলি মেরামত করার সময়, ফাউন্ডেশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেয়ালগুলির জন্য হাই টেনসাইল স্টিল (এইচটিএস) স্টিচিং এবং অ্যাপোক্সি গ্রাউটিং এবং যেখানে প্রয়োজন সেখানে পুনরায় মেঝে তৈরি করছেন। এই মেরামত কাজের ফলে এসব বাড়ির আয়ু বাড়তে চলেছে। এরই পাশাপাশি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পুনর্নির্মাণের কাজও হাতে নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে এই সব বাড়ির বাসিন্দারাও ফিরে আসবেন তাঁদের পুরনো পাড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 11:04 AM IST