Kolkata News: লোকাল ছেলে, গঙ্গার বান এলে কী হয় জানি! অতি আত্মবিশ্বাসই কাল হল নিমতলা শ্মশানে সৎকারে আসা তিন যুবকের!
- Published by:Piya Banerjee
Last Updated:
Kolkata News: বার বার গঙ্গার ঘাট থেকে উঠে আসতে বলা হয় যুবকদের! কিন্তু গঙ্গার বানকে পাত্তা না দিয়ে সেলফি তুলতে মশগুল থাকে যুবকেরা। পরিণতি হল ভয়াবহ! মৃতদেহ সৎকারে এসে জীবনটাই শেষ হয়ে গেল! জানুন
#কলকাতা: কলকাতার নিমতলা ঘাটে দেহ সৎকার করতে এসে বানের জলে ভেসে গেল আট যুবক।পাঁচ জন উদ্ধার হলেও,বাকি তিন জন ভেসে যায়।মঙ্গলবার বেলা ১১:১৫ মিনিট নাগাদ ওই ঘাট থেকে কয়েকশ মিটার দূরে,আহীরিটোলা ঘাটের কাছ থেকে উদ্ধার হয় একটি দেহ।সেই দেহ উদ্ধারের পর,পুলিশ দেহটিকে হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে কলকাতার নিমতলা শ্মশান ঘাটে।
গতকাল বেলেঘাটা থেকে বেশ কয়েকজন যুবক মৃতদেহ সৎকারের জন্য নিমতলা শ্মশান ঘাটে এসেছিল। ইলেকট্রিক চুল্লিতে দেহ সৎকারের সময় তারা শ্মশানেরই ঘাটে গিয়ে বসে মোবাইলে সেলফি তুলছিল।সেই সময় পুলিশ তাদের জানিয়েছিল রাত ১০:১০ মিনিট নাগাদ গঙ্গায় বান আসবে।তারা যেন পাড়ে উঠে যায়। তবুও তারা ওখানেই বসেছিল। ওদের সঙ্গে আসা রামবাবু কুমার জানাচ্ছিল,তারা নদীর ঘাটের সোপানের নীচ থেকে কিছুটা উপরে উঠে এসেছিল।রামবাবুর ধারণা গঙ্গায় বানের জল অতটা উঁচু হয়ে অতো বেগে আসবে,সেটা তারা জানত না।যার ফলে সামনে বসে থাকা ৮ জন জলের তোড়ে ভেসে যায়।তার মধ্যে ৫ জন কোন ভাবে লোহার খুঁটি ধরে বেঁচে যায়।তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন।বাকি তিনজন বানের জলে ভেসে যায়।আজ বেলা ১১:১৫ মিনিট নাগাদ সন্তোষ সোনকার নামে একজনের দেহ ঘাটের একটু দূরে মেলে।
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।স্থানীয়দের দাবি,বান আসার কুড়ি মিনিট আগেও পর্যন্ত তারা তাদের ওখানে বসে থাকতে বারণ করেছিল। সবাইকে উপরে উঠে আসতে অনুরোধ করেছিল।তখন ওই ছেলেগুলি বলেছিল তারা নাকি স্থানীয় ছেলে। সব কিছু জানে।বান এলে তাদের কিছু হবে না।বারণ অবহেলার সেটা পরিণাম,এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে ওই শ্মশান যাত্রীরা।গতকাল রাত থেকে কলকাতা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনেরা গঙ্গা নদী বরাবর লঞ্চ এবং স্পিডবোট নিয়ে খোঁজ শুরু করেছে।সঙ্গে ডুবুরিরা নদীর চারপাশের ঘাট গুলো এবং জেটির তলাগুলো খুঁজে দেখেছে।দেহ একটি পাওয়া গেলেও,রাত পর্যন্ত ভিকি সিং ও দীপক যাদবের খোঁজ মেলেনি।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 12:27 AM IST
