Bardhaman News: মহিলার ব্যাগ নাকি মানুষ খুনের কারখানা! এসব কী পাওয়া গেল মহিলার ব্যাগে? জানুন

Last Updated:

Bardhaman News: অতি সাধারণ এক মহিলা। তার ব্যাগে যে এই সব থাকতে পারে, স্বপ্নেও ভাবেনি কেউ! জানলে অবাক হবেন

কাটোয়া থানায় ধৃত
কাটোয়া থানায় ধৃত
#পূর্ব বর্ধমান: পাইপগন ও কার্তুজ বিক্রি করতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা অস্ত্র কারবারী। ধৃতের নাম কোহিনুর বিবি। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ার কেশিয়া মাঠপাড়ায় । কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে কোহিনুর বিবি । পুলিশের দাবি, তল্লাশিতে মহিলার কাছে থাকা একটি ব্যাগ থেকে একটি দেশী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃতকে পেশ করে কাটোয়া মহকুমা আদালতে । বিচারক ধৃতকে ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অস্ত্র কারবারে মহিলাদের যুক্ত হয়ে পড়ার এই বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলেছে।
জানা গিয়েছে, গভীর রাতে হাতে একটি ব্যাগ নিয়ে কোহিনুর বিবি নামে ওই মহিলা কাটোয়ার মরিঘাটের দিক থেকে কাটোয়া শহরের দিকে আসছিল। সেই সময় ওই রাস্তায় রুটিন টহলদারি চালাচ্ছিল কাটোয়া থানার পুলিশ । এরমধ্যেই পুলিশের গাড়ি দেখে ওই মহিলাটি তাঁর সঙ্গে থাকা ব্যাগটিকে আড়াল করার চেষ্টা করে । বিষয়টি নজরে আসে পুলিশের। এরপর পুলিশ মহিলার কাছে গিয়ে ব্যাগে কি আছে জানতে চায়। ওই সময় মহিলার কথা বার্তায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ ব্যাগটিতে তল্লাশি চালায়। তখনই পুলিশ মহিলার ব্যাগের ভিতরে পাইপগান ও কার্তুজ দেখতে পায়।এর পরই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ ।
advertisement
advertisement
পুলিশের দাবি, জেরার ধৃত কহিনুর বিবি স্বীকার করেন, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তিনি নদিয়া জেলা থেকে এনেছিল। বিক্রির জন্য সেটি তিনি কাটোয়া এলাকার এক খরিদ্দারের কাছে নিয়ে যাচ্ছিল ।বর্তমানে মহিলাদের কাজে লাগানো হচ্ছে গাঁজা, আগেয়াস্ত্র পাচারে। এই পাচারকারীর চক্ররা মহিলাদের দিয়ে অনায়াসেই পাচারের কাজ করিয়ে নেয় । অনেক ক্ষেত্রে মহিলাদের দেখে সন্দেহ হয় না পুলিশের, সেই সুযোগকে কাজে লাগায় পাচারকারীরা । যা নিয়েই চিন্তা বাড়ছে প্রশাসনের।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: মহিলার ব্যাগ নাকি মানুষ খুনের কারখানা! এসব কী পাওয়া গেল মহিলার ব্যাগে? জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement