কালীপুজোয় বিপদসীমা পেরোল কলকাতার দূষণ! সবচেয়ে সংকটে কোন এলাকা?...দেখে নিন AQI রিপোর্ট
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
দীপাবলির পর কলকাতা ও দিল্লিতে দূষণ চরমে, নিউ টাউনে AQI ২৩৮, দিল্লিতে ১,১২১. বিশেষজ্ঞরা সতর্ক, শিশু ও বৃদ্ধদের ঝুঁকি বেশি, বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ!
কলকাতা : দীপাবলির পর আলোর উৎসব মিলিয়ে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার আস্তরণ। কলকাতা ও আশপাশের আকাশ আজ বিষণ্ণ ধূসর, বাতাসে বিষের ছোঁয়া। পশ্চিমবঙ্গ থেকে রাজধানী—সবখানেই বাতাস ভারী হয়ে উঠছে। সাধারণত কলকাতায় বায়ু দূষণের মাত্রা যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, সেটাকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেটি সন্তোষজনক। কিন্তু এবার সেই সীমা অনেক আগেই ভেঙেছে শহরের দূষণ সূচক।
মধ্যরাতেই বাড়ল দূষণের মাত্রা
গতকাল রাত ১২টা ৩০ থেকে ১টার মধ্যে কলকাতা ও তার সংলগ্ন এলাকার একাধিক দূষণ মনিটরিং স্টেশনে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) উদ্বেগজনকভাবে বেড়েছে।
নিচে কিছু এলাকার পরিমাপ দেওয়া হল —
advertisement
advertisement
advertisement
এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউ টাউনে, যেখানে AQI পৌঁছেছে ২৩৮-এ — অর্থাৎ ‘Very Poor’ পর্যায়ে।
advertisement
পরিবেশবিদদের মতে, এই মাত্রা দীর্ঘ সময় বজায় থাকলে শ্বাসকষ্ট, হাঁপানি, গলায় জ্বালা ও চোখে অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি।
কলকাতার দূষণের কারণ
পরিবেশ দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, দীপাবলির পর আতসবাজির ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, ধুলোবালি ও কম বেগের হাওয়া মিলিয়ে বায়ুমণ্ডলে দূষক কণাগুলি জমে আছে।
advertisement
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাতাসের গতি না বাড়লে শহরের AQI আরও উপরে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, PM2.5 কণা সবচেয়ে বিপজ্জনক — এটি সরাসরি ফুসফুসে প্রবেশ করে শ্বাসযন্ত্রের কোষে ক্ষতি ঘটায়।
দিল্লিতে পরিস্থিতি আরও ভয়াবহ
অন্যদিকে, দেশের রাজধানীতে ইতিমধ্যেই দূষণ বিপর্যয়কর স্তরে পৌঁছেছে। দিল্লির AQI ছুঁয়েছে ১,১২১—যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।
advertisement
শহরের ৩৮টি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টি ‘রেড জোনে’, আর ৪টি ‘সিভিয়ার’ বা অত্যন্ত খারাপ অবস্থায়। দীপাবলির রাত থেকেই দেদার আতসবাজি পোড়ানো, পরাল পোড়ানো ও যানবাহনের ধোঁয়া মিলিয়ে রাজধানী ঢেকে গেছে ধোঁয়াশায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় দিল্লি-কলকাতা উভয় শহরেই বাইরে যাতায়াত সীমিত রাখা উচিত। শ্বাসকষ্ট বা হাঁপানির রোগীদের N95 মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
advertisement
উত্তর ভারতের সতর্ক সংকেত
পরিবেশবিদদের ভাষায়, দিল্লি ও কলকাতার পরিস্থিতি এ বছর স্পষ্ট বার্তা দিচ্ছে — আলো উৎসবের পর শহরগুলো ধোঁয়ার বন্দি হয়ে পড়ছে।
যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, আগামী শীতের শুরুতেই দূষণ আরও মারাত্মক আকার নেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 4:56 PM IST