Kolkata Murder: ফুটপাথের উপর মারপিট, গলায় গামছা পেঁচিয়ে খুন! জোড়াসাঁকোয় হাড় হিম করা কাণ্ড
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রবিবার, ১৭ নভেম্বর রাত এগারোটা নাগাদ মহাত্মা গান্ধী রোডে ফুটপাথের উপর থেকে একজন ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার হয়৷
বিবেক দাস, কলকাতা: খাস কলকাতায় প্রকাশ্যে খুন৷ রবিবার, ১৭ নভেম্বর রাত এগারোটা নাগাদ মহাত্মা গান্ধী রোডে ফুটপাথের উপর থেকে একজন ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার হয়৷
ব্যক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জোড়াসাঁকো থানার পুলিশ । ব্যক্তিকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
advertisement
এর পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে৷ তাতেই একজন ব্যক্তির সঙ্গে মৃতের ধস্তাধস্তির প্রমাণ মেলে। পুলিশ এই ঘটনায় বর্মন স্ট্রিট থেকে সন্দেহভাজন হিসেবে মহম্মদ সরফরাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।
advertisement
জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল৷ শ্বাসরোধের জন্য ব্যবহৃত গামছাও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।
মৃতের ময়নাতদন্ত করা হবে৷ তদন্তের খাতিরে অন্যান্য যাবতীয় বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 12:19 PM IST