Kolkata Municipality: ‘অপারেশন সিঁদুর’-এর পরেই...কলকাতা পুরসভার সমস্ত কর্মীদের ছুটি বাতিল! কেন্দ্রের নির্দেশে ২৪ ঘণ্টা বাড়তি নজরদারি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Operation Sindoor: অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত কর্মীদের ছুটি। এই মর্মে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা দিয়েছে বলেই পুরসভা মারফত জানা গিয়েছে।
কলকাতা: অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত কর্মীদের ছুটি বাতিল। এই মর্মে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা দিয়েছে বলেই পুরসভা মারফত জানা গিয়েছে। ‘অপারেশন সিঁদুরের’ পর দেশজুড়ে, বিশেষত দেশের প্রধান শহরগুলিতে স্পর্শকাতর পরিস্থিতি। কেন্দ্রের নির্দেশে তাই বিশেষ সতর্ক কলকাতা পুরসভাও।
বার্তায় জানানো হয়েছে,
১) কলকাতা পৌরসভার সমস্ত অফিসের ছুটি বাতিল। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবিশেষ অনুমতিতেই ছুটি মিলবে।
২) সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে; বিশেষ করে রাতের সময়।
advertisement
৩) টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পৌরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে।
advertisement
৪) দিনে এবং রাতে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে।
৫) বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য) এবং ত্রাণ(চাল ডাল সহ শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে।
৬) ২৪ ঘন্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে।
advertisement
৭) বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়।
প্রসঙ্গত, এই নির্দেশের অর্থ শনিবার, রবিবার ছুটি বাতিল নয়। বা আগামীকালের ছুটি বাতিল নয়। শুধু আধিকারিক কর্মীরা নিজেদের ছুটি নতুন করে আর নিতে পারবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 4:18 PM IST